Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লিটন দাস ও নইম হাসানের চোট গুরুতর নয়

ইডেনের ঐতিহাসিক ম্যাচে ভারতের পক্ষে সবকিছু ঠিকঠাক চললেও বাংলাদেশ এখন পর্যন্ত এই ম্যাচকে স্মরণীয় করে রাখার মত প্রদর্শন করতে পারেনি‌। উপরন্তু তাদের দুজন ব্যাটসম্যান চোট পেয়েছেন এই ম্যাচে। বাংলাদেশের প্রথম…

Avatar

ইডেনের ঐতিহাসিক ম্যাচে ভারতের পক্ষে সবকিছু ঠিকঠাক চললেও বাংলাদেশ এখন পর্যন্ত এই ম্যাচকে স্মরণীয় করে রাখার মত প্রদর্শন করতে পারেনি‌। উপরন্তু তাদের দুজন ব্যাটসম্যান চোট পেয়েছেন এই ম্যাচে। বাংলাদেশের প্রথম ইনিংস চলাকালীন উইকেটকিপার লিটন দাস এবং স্পিন বোলার নঈম হাসান দুর্ভাগ্যবশত চোট পান।

ভারতীয় বোলার মহম্মদ শামির তীক্ষ্ণ বাউন্সার লিটন দাস ঠিকমতো সামলাতে না পারায় সোজা গিয়ে আঘাত করে হেলমেটে। প্রাথমিক চিকিৎসার পর ব্যাট করছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ পর অসুস্থ বোধ করায় রিটায়ার্ড হার্ট হয়ে লাঞ্চ বিরতিতে মাঠ ছাড়েন লিটন। নঈম হাসান এর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকমই হয়। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী লিটন দাস এর জায়গায় মেহেদি হাসান মিরাজ এবং নঈম হাসান এর পরিবর্তে তাইজুল ইসলাম দলে আসেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লিটন ও নঈম কে কলকাতার একটি প্রথম সারির বেসরকারি হাসপাতাল উডল্যান্ডস এ নিয়ে যাওয়া হয়। কোনো চোট লেগেছে কিনা জানার জন্য এমআরআই, সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষাগুলি সম্পন্ন করা হয়। রিপোর্টে কোনো অস্বাভাবিকতা ধরা না পড়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। উডল্যান্ডস এর সিইও রূপালী বসু জানান “দুজনেরই অবস্থা স্থিতিশীল”।

About Author