Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

iPhone 14 পাওয়া যাচ্ছে খুবই সস্তা, জেনে নিন কত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে

অনেকেরই আইফোন কেনার স্বপ্ন থাকে, কিন্তু উচ্চ দামের কারণে সেটা পূরণ হয় না। আসলে এই কোম্পানির ফোন কিনতে কমপক্ষে ৫০ হাজার টাকা খরচ করতে হবে। তাই সকলে এই ফোন কিনতে…

Avatar

অনেকেরই আইফোন কেনার স্বপ্ন থাকে, কিন্তু উচ্চ দামের কারণে সেটা পূরণ হয় না। আসলে এই কোম্পানির ফোন কিনতে কমপক্ষে ৫০ হাজার টাকা খরচ করতে হবে। তাই সকলে এই ফোন কিনতে পারেন না। তবে এবার হবে ব্যতিক্রম। আপনার যদি সাশ্রয়ী মূল্যে iPhone 14 কেনার ইচ্ছা থাকে, তবে Amazon-এর এই অফারটি আপনার জন্য। এবার Amazon এর বিশেষ অফার আপনারও স্বপ্নপূরণ করতে পারে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

একটি আইফোন ১৪ এর আসল দাম ৬৯,৯৯০। বর্তমানে অ্যামাজনে এটি পাওয়া যাচ্ছে ৫৮,৯৯৯ এ। অর্থাৎ এই ফোন ১৬% ছাড়ে পাওয়া যাচ্ছে। সেইসাথে SBI বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও ৩০০০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ, মোট ৫৫,৯৯৯ টাকায় আপনার হাতের মুঠোয় আসতে পারে আইফোন ১৪। তবে এখানেই শেষ নয়। এখানে আপনি আপনার পুরোনো ফোন বিনিময় করে ৪২,৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে মনে রাখবেন, ছাড়ের পরিমাণ নির্ভর করবে আপনার পুরোনো ফোনের মডেল, অবস্থা এবং আপনার এলাকায় বিনিময়ের প্রাপ্যতার উপর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার আসা যাক, আইফোন ১৪ এর স্পেসিফিকেশন সমন্ধে। এই ফোনে ৬.১ ইঞ্চি কমপ্যাক্ট সুপার রেটিনা XDR OLED স্ক্রিন আছে। এটি 1170 x 2532 পিক্সেল রেজোলিউশন এর ডিসপ্লে। এটি ডলবি ভিশন সমর্থন করে। স্ক্রিনের ১২০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস ক্যাপাসিটি আছে। আর বাইরে সিরামিক শিল্ড গ্লাস সুরক্ষা আছে। এই ফোনের পিছনে এবং সামনে গ্লাস এবং ফ্রেমের জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। ক্যামেরা হিসেবে iPhone 14 এর পিছনে দুটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়, যখন সেলফির জন্য, ফোনের সামনে একটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যায়। Apple এর A15 Bionic প্রসেসর এতে আছে। আপনি যদি এই ফোনটি কিনতে চান, তাহলে এটি আদর্শ সময়। এই অফার কতদিন থাকবে তা জানা যায়নি। তাই দেরি না করে আজই অ্যামাজন থেকে আপনার পছন্দের আইফোন ১৪ কিনুন।

About Author