Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বছরে ২ বার টাকা আসবে অ্যাকাউন্টে, ১৮ থেকে ৬০ বছরের কৃষকরা পাচ্ছেন এই বিশাল সুবিধা

কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রের 'কিষান সম্মান নিধি' এবং রাজ্যের 'কৃষক বন্ধু' প্রকল্প কৃষকদের কৃষিকাজে সহায়তা করছে। মমতা সরকারের এই প্রকল্প বেশ জনপ্রিয়। কৃষক…

Avatar

কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রের ‘কিষান সম্মান নিধি’ এবং রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্প কৃষকদের কৃষিকাজে সহায়তা করছে। মমতা সরকারের এই প্রকল্প বেশ জনপ্রিয়। কৃষক বন্ধু প্রকল্পে ১৮-৬০ বছর বয়সী কৃষকরা বছরে ৬,০০০ টাকা করে ভাতা পান। এছাড়াও, আকস্মিক মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকার ডেথ বেনিফিট দেওয়া হয়। এই ভাতার টাকা দেওয়া হয় দুটি ভাগে। একটি রবি শস্যের সময়, অন্যটি খারিফ শস্যের সময়। আর এবার খারিফ শস্যের কিস্তির টাকা ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

খারিফ মৌসুমের কিস্তির টাকা সাধারণত প্রতি বছর ১৫ জুলাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। তবে, এই বছর এখনও টাকা জমা হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে প্রতি পরিবার থেকে একজন আবেদন করতে পারবেন। ওই আবেদনকারীর জমি ২ হেক্টরের কম হতে হবে। আর সময়মতো KYC জমা দিতে হবে এবং আবেদনের সময় কোনো তথ্য ভুল হলে চলবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অনেকে এখন এই প্রকল্পে টাকা পাচ্ছেন না। সেক্ষেত্রে জানিয়ে রাখি, একই পরিবারের একাধিক কৃষক আবেদন করলে বা সময়মতো KYC জমা না দিলে বা আবেদনকারীর জমি ২ হেক্টরের বেশি হলে বা আবেদনের সময় নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি তথ্য ভুল হলে এই টাকা আটকে যাবে। কৃষকরা তাদের এই প্রকল্পে আবেদনের স্ট্যাটাস জানতে চাইলে https://krishakbandhu.wb.gov.in/ ওয়েবসাইটে দেখতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

About Author