আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইম লাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।
ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব। তাঁকে সকলেই নিরাহুয়া নামে চেনেন। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি গোটা ভারতের দর্শকদের কাছে জনপ্রিয়। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে নিরাহুয়ার এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই জনপ্রিয় মিউজিক ভিডিওতে নিরাহুয়ার সাথে জুটি বেধেছে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিংয়ের সঙ্গে। তাঁদের দুজনের রোমান্টিক কেমিস্ট্রি দেখে লজ্জা পাবেন আপনিও। এই গানের নাম, ‘ডাল দিহানি‘। এই গানটিতে অঞ্জনা সিং এবং দিনেশ লাল যাদব নিরহুয়ার প্রেমের জাদু রয়েছে যা আপনাকে পাগল করে দেবে। এই গানটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাতকড়ি’ ছবির। এই ভিডিওতে দেখা গেছে হলুদ শাড়িতে রান্নাঘরে খাবার রান্না করছেন অঞ্জনা সিং। তারপর নিরহুয়া পেছন থেকে এসে তাকে কোলে তুলে নেয়। এরপর তারকা জুটি ব্যাপক রোম্যান্স করেন। ইউটিউবে ‘ওয়েব মিউজিক চ্যানেল’ ২০১৭ সালে এই গানটির সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেছে। এরমধ্যে প্রায় ১১ মিলিয়নের বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটি দেখেছেন। আপনিও দেখতে চাইলে অবশ্যই এখানে দেখে নিন।