Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৫ এপ্রিলের পর স্মার্টফোনে বন্ধ হবে এই পরিষেবা, জেনে নিন বিস্তারিত

ভারত এবং সারা বিশ্বের প্রতিদিনই নতুন নতুন ধরনের কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। কিছু সময় ধরেই স্ক্যামাররা কল ফরওয়ার্ডিং ব্যবহার করে বেশ কিছু দেশের মানুষকে টার্গেট করতে শুরু করেছেন। সম্প্রতি টেলিযোগাযোগ…

Avatar

ভারত এবং সারা বিশ্বের প্রতিদিনই নতুন নতুন ধরনের কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। কিছু সময় ধরেই স্ক্যামাররা কল ফরওয়ার্ডিং ব্যবহার করে বেশ কিছু দেশের মানুষকে টার্গেট করতে শুরু করেছেন। সম্প্রতি টেলিযোগাযোগ বিভাগ একটি নতুন আদেশ জারি করেছে, যা আপনাকে এই ধরনের স্ক্যাম থেকে রক্ষা করতে পারে। তবে এই আপডেট কিছু মানুষকে হতাশ করতে চলেছে বলে জানা যাচ্ছে। টেলিকমিউনিকেশন বিভাগ এই টেলিকম অপারেটরদের ১৫ এপ্রিল থেকে USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং বন্ধ করতে বলেছে।

কতদিন এই পরিষেবা বন্ধ থাকবে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কতদিন পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে সেটা এখনো পর্যন্ত না জানা গেলেও, খুব শীঘ্রই যে এই পরিষেবা চালু হবে সেটা নিশ্চিত। এখনো যে কোন মোবাইল ব্যবহারকারী তার ফোনের স্ক্রিনে কোড ডায়াল করে USSD পরিষেবা ব্যবহার করতে পারেন। এই পরিষেবাটি প্রায়শই ব্যবহার করা হয় আইএমইআই নম্বর এবং মোবাইল ফোনের ব্যালেন্স চেক করার জন্য। তবে এর মধ্যে সবথেকে বিশেষ জিনিসটি হল কল ফরওয়ার্ডিং পরিষেবা। এই ধরনের কোড ব্যবহার করে খুব সহজেই কল ফরওয়ার্ডিং করা যায়। তবে এবারে, এই কল ফরওয়ার্ডিং বন্ধ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতি এবং অনলাইন স্ক্যাম রোধ করতে এই নতুন নিয়মটি জারি করা হয়েছে টেলি কমিউনিকেশন বিভাগের তরফ থেকে। ২৮ মার্চ এর আদেশে DoT জানিয়েছে, USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং সুবিধা, অনিয়মিত কার্যকলাপের কারণে বন্ধ হতে চলেছে।

কিভাবে করবেন কল ফরওয়ার্ডিং?

নতুন আদেশে বলা হয়েছে যে সমস্ত বিদ্যমান গ্রাহক যারা USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং পরিষেবা সক্রিয় করেছেন তাদেরকে খুব শীঘ্রই বিকল্প পরিষেবার মাধ্যমে কল ফরওয়ার্ডিং পরিষেবা পুনরায় সক্রিয় করতে হবে। ১৫ এপ্রিলের পরে কোন ব্যবহারকারী আর এই কল ফরওয়ার্ডিং ব্যবহার করতে পারবেন না।

About Author