Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একদম জলের দরে মিলছে এই বিখ্যাত গাড়ি, আজই নিজের স্বপ্নপূরণ করুন

গাড়ি কেনার স্বপ্ন কার না থাকে। কিন্তু সবার পক্ষে গাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না। দেশে যেমন নতুন গাড়ি তেমনি পুরনো গাড়িও বেশ পছন্দের। এমন পরিস্থিতিতে কিছু কিছু সংস্থার কিছু…

Avatar

গাড়ি কেনার স্বপ্ন কার না থাকে। কিন্তু সবার পক্ষে গাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না। দেশে যেমন নতুন গাড়ি তেমনি পুরনো গাড়িও বেশ পছন্দের। এমন পরিস্থিতিতে কিছু কিছু সংস্থার কিছু গাড়ির প্রচুর চাহিদা রয়েছে বাজারে। আসুন তাহলে জেনে নিন কোন সংস্থার পুরানো গাড়িটির চাহিদা সবচেয়ে বেশি।

বিশেষ করে কম বাজেটে গাড়ি কেনার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি জানলে খুশি হবেন পুরনো গাড়ির বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে। পেট্রোল এবং সিএনজি সহ আসা এই গাড়িটি খুব ভাল গড় দেয় এবং এর রক্ষণাবেক্ষণও খুব কম। যার কারণে সহজেই কেনা যায় এই গাড়ি। তথ্য অনুযায়ী, এর সিএনজি ভ্যারিয়েন্টটি এক কেজি সিএনজি থেকে গড়ে ৩২ কিলোমিটার পেতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আকর্ষণীয় লুকের কারণে Alto K10 এর নতুন মডেলটি বাজারে বেশ জনপ্রিয়। এর ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন বেশ দর্শনীয়। অভ্যন্তর সম্পর্কে কথা বললে, এটি এখন স্মার্টপ্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত করেছে, যা অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ফোনের জন্য বিরামবিহীন স্মার্টফোন সংযোগে সহায়তা করে এবং তারপরে সামনের পাওয়ার উইন্ডো সুইচগুলির মতো সুবিধাজনক ডিভাইস রয়েছে।

একদম জলের দরে মিলছে এই বিখ্যাত গাড়ি, আজই নিজের স্বপ্নপূরণ করুন
Alto K10 গাড়িটিতে আর্থ গোল্ড, সিজলিং রেড, স্পিডি ব্লু, সলিড হোয়াইট, সিল্কি হোয়াইট এবং গ্রানাইট গ্রে সহ ৬টি রঙের অপশনে পেয়ে যাবেন। সাধারণত যখনই কেউ গাড়ি কিনতে চান, তিনি তার বাজেটের মধ্যে সেরা গাড়িটি পাওয়ার কথা ভাবেন। সেদিক থেকে, Maruti Suzuki Alto K10 একটি খুব সাশ্রয়ী এবং বাজেট-বন্ধুত্বপূর্ণ গাড়ি। এর দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে।

তবে খুব সহজেই ১.৫ লাখ টাকা খরচ করে সেকেন্ড হ্যান্ড Maruti Suzuki Alto কিনে নিতে পারেন যে কেউ। এতে রয়েছে ৮০০ সিসি ইঞ্জিন যা ৪৮ বিএইচপি শক্তি এবং ৬৯ এনএম তর্ক উৎপন্ন করতে সক্ষম।

About Author