Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোলাপি বলে প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

তড়িৎ ঘোষ : শুক্রবার শুরু হচ্ছে ঐতিহাসিক ইডেন টেস্ট। ভারতীয় পিচে প্রথমবারের জন্য আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করবে গোলাপি বল। সেই উপলক্ষে তিলোত্তমা কলকাতা এখন গোলাপি জ্বরে কাবু। সিএবি কর্তৃপক্ষ ও…

Avatar

তড়িৎ ঘোষ : শুক্রবার শুরু হচ্ছে ঐতিহাসিক ইডেন টেস্ট। ভারতীয় পিচে প্রথমবারের জন্য আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করবে গোলাপি বল। সেই উপলক্ষে তিলোত্তমা কলকাতা এখন গোলাপি জ্বরে কাবু। সিএবি কর্তৃপক্ষ ও সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

এরই মাঝে মঙ্গলবার সকালে শহরে এসে পৌঁছোন অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। দলের বাকি সদস্য ও সাপোর্ট স্টাফরাও ঐদিন বিকেলে এসে পৌঁছোন। যাত্রাপথের ধকল কাটিয়ে সারাদিন বিশ্রাম নেওয়ার পর আজ বুধবার ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে ভারতীয় দলের প্রস্তুতি পর্ব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিন-রাত্রির টেস্ট ম্যাচে গোধূলি পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন ব্যাটসম্যানদের পক্ষে। ভারতীয় দলের ব্যাটসম্যানরাও উদ্বিগ্ন গোধূলি পর্ব নিয়ে। তাই পুরোদমে প্রস্তুতি সম্পন্ন করতে চাইছে তারা। এর আগে ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ইডেনে দিন-রাত্রির টেস্টের জন্য গোলাপি বলে প্রস্তুতি সম্পন্ন করে অজিঙ্কা-পুজারা-মায়াঙ্করা। আজ ইডেনেও পুরোদমে প্রস্তুতি শুরু করতে চলেছে ভারতীয় দল।

About Author