আজকালকার দিনে ভারতের প্রতিটি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। এই যুগে এমন অনেক জন মানুষ আছেন যারা তাদের সমস্ত কাজ এই ফোন দিয়েই করে থাকেন। কিছু লোক আবার কেমন আছেন যারা ফোন ছাড়া বাঁচতেই পারেন না। কিন্তু এই ফোন চালানোর জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো ইন্টারনেট। যেহেতু ফোনের প্রয়োজনীয়তা বাড়তে শুরু করেছে তাই টেলিকম সংস্থাগুলি ও এখন অনেক সস্তা এবং ব্যয়বহুল প্ল্যান আনতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আপনি যদি কলিং এবং ইন্টারনেটের সাথে ওটিটি অ্যাপ্লিকেশন এর সুবিধা নিতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ প্ল্যান। আপনার পকেটের কথা মাথায় রেখে কিছু সস্তা প্ল্যান এর ব্যাপারে আজ আমরা আপনাকে জানাতে চলেছি। চলুন তাহলে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপনি যদি ওটিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে আপনাকে এর জন্য একটা স্পেশাল সাবস্ক্রিপশন প্ল্যান গ্রহণ করতে হবে। আপনি যদি amazon প্রাইম মেম্বারশী গ্রহণ করেন তাহলে তিন মাসের জন্য অ্যামাজন মেম্বারশীপের জন্য আপনাকে খরচ করতে হবে ৫৯৯ টাকা। অন্যদিকে ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশনে ১ বছরের জন্য ১৪৯৯ টাকা খরচ হয়। এটা ছাড়াও আমরা যদি অন্যান্য OTT অ্যাপ এর ব্যাপারে কথা বলি তবে তাদের সাবস্ক্রিপশন খুব একটা কিন্তু সস্তা নয়। সাধারণত এক মাসের জন্য আপনাকে ১৯৯ বা ২৯৯ টাকা খরচ করতে হয়। তবে আপনি মাত্র ৫৯৯ টাকায় ডিজনি প্লাস হটস্টার, অ্যামাজন PRIME এবং আনলিমিটেড কলিং এবং ডেটা সহ ১৬ টি অ্যাপ্লিকেশনের সুবিধা পেতে পারেন এয়ারটেলের একটি বিশেষ প্ল্যানে। চলুন তাহলে সেই প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএয়ারটেল এই মুহূর্তে ৫৯৯ টাকার একটি ফ্যামিলি প্ল্যান লঞ্চ করেছে তাদের গ্রাহকদের জন্য। এই ফ্যামিলি রিচার্জ প্লানে আপনারা ১০৫ জিবি মাসিক ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। শুধু তাই নয় এই প্ল্যানে আপনি ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এক বছরের জন্য পেয়ে যাবেন। তার পাশাপাশি আমাজন প্রাইম পেয়ে যাবেন ৬ মাসের জন্য। এছাড়াও অন্যান্য অ্যাপের সুবিধা আপনার জন্য রয়েছে। এছাড়াও আপনি উইঙ্ক প্রিমিয়াম ৩ মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে পারেন। এই প্ল্যানে দুটি সিম কানেকশন এবং অ্যাড অন কানেকশনের এর সুবিধা রয়েছে। অর্থাৎ এই প্ল্যান এর অধীনে আপনি ২৯৯ টাকায় দুটি সংযোগ একসাথে যোগ করতে পারেন। এতে মোট নয়টি অ্যাড অন সংযোগের সুবিধা পাওয়া যায়।