Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুধু DA, TA, HRA নয়, কেন্দ্রীয় কর্মচারীদের মোট ৯টি ভাতা বিপুল বৃদ্ধি

মার্চ মাসটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ আনন্দের ছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বৃদ্ধি করে ৫০ শতাংশে পৌঁছে দিয়েছে। এইচআরএ-তেও সংশোধন করা হয়েছে। কিন্তু, কেন্দ্রীয় কর্মীদের আনন্দ এখানেই…

Avatar

মার্চ মাসটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ আনন্দের ছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বৃদ্ধি করে ৫০ শতাংশে পৌঁছে দিয়েছে। এইচআরএ-তেও সংশোধন করা হয়েছে। কিন্তু, কেন্দ্রীয় কর্মীদের আনন্দ এখানেই থামেনি। মহার্ঘ ভাতা এবং এইচআরএ ছাড়াও আরও ৯টি ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর।

বৃদ্ধিপ্রাপ্ত ভাতাগুলি:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তালিকায় প্রাথমিকভাবে বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা (DA)। মহার্ঘ ভাতা এক ধাক্কায় ৪% বৃদ্ধি করে ৫০% করা হয়েছে। এছাড়াও বেড়েছে বাড়ি ভাড়া ভাতা (HRA)। ৩%, ২% এবং ১% শহরের ধরন অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও একই সাথে ভ্রমণ ভাতা (TA) বৃদ্ধি করা হয়েছে। একই সাথে বেড়েছে শিশুদের শিক্ষা ভাতা, চাইল্ড কেয়ার বিশেষ ভাতা, হোস্টেলের ভর্তুকি, ট্রাভেল অ্যালাউয়েন্স, গ্রাচুইটি সীমা, নিজস্ব পরিবহনের জন্য মাইলেজ ভাতা।

মহার্ঘ ভাতার গণিত:

২০১৬ সালে ৭ তম বেতন কমিশন কার্যকর করার সময়, সরকার মহার্ঘ ভাতা শূন্যে হ্রাস করেছিল। নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতা ৫০% ছুঁলে তা শূন্যে নামিয়ে আনা হবে এবং কর্মচারীরা ৫০% অনুযায়ী যে টাকা পাবেন তা মূল বেতনের সাথে একীভূত হবে। ধরুন একজন কর্মচারীর মূল বেতন ১৮০০০ টাকা, তাহলে তিনি এখন ৯০০০ টাকা ডিএ পাবেন। কিন্তু, একবার ডিএ ৫০% হয়ে গেলে, এটি মূল বেতনের সাথে যোগ করা হবে এবং ডিএ আবার শূন্যে নামিয়ে আনা হবে। এর মানে মূল বেতন ২৭০০০-এ সংশোধন করা হবে। তবে এর জন্য সরকারকে ফিটমেন্ট ফ্যাক্টরেও পরিবর্তন আনতে হতে পারে।

About Author