Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Saral Pension Scheme: LIC সরল পেনশন স্কিমে আপনি কী সুবিধা পাবেন, জেনে নিন

যদি আপনি একটি নিরাপদ এবং নিশ্চিত পেনশন পেতে একটি নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন বিকল্প। আজ আমরা আপনাকে এল আই সির একটি দুর্দান্ত…

Avatar

যদি আপনি একটি নিরাপদ এবং নিশ্চিত পেনশন পেতে একটি নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন বিকল্প। আজ আমরা আপনাকে এল আই সির একটি দুর্দান্ত প্রকল্পের ব্যাপারে বলতে চলেছি যার নাম এলআইসি সরল পেনশন যোজনা। এখনকার দিনে এলআইসির অনেকগুলি প্ল্যান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরকম একটি প্ল্যান হলো এলআইসি সরল পেনশন যোজনা। দেশের অনেক মানুষ এলআইসিকে একটা নিরাপদ বিনিয়োগ বিকল্প হিসেবে দেখে থাকেন। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষজন অন্য কোন প্রকল্পে বিনিয়োগ না করে এলআইসির বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাটাকে অগ্রাধিকার হিসেবে রাখেন।

এলআইসি তাদের বিনিয়োগকারীদের চাহিদার কথা মাথায় রেখে অনেকগুলি প্রকল্প চালিয়ে থাকে। আজ আমরা আপনাকে এলআইসির এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত বলতে চলেছি যেখানে আপনি বিনিয়োগ করে বড় সুবিধা পেতে পারেন। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এলআইসি সরল পেনশন প্ল্যান হলো একটি নন লিঙ্ক একক প্রিমিয়াম ব্যক্তিগত প্ল্যান যেখানে আপনি বিনিয়োগ করলে এক বছরের জন্য আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। এই সরল পেনশন প্রকল্পে আপনাকে একসাথে একটা মোটা টাকা বিনিয়োগ করতে হবে এবং এর পরে আপনি পেনশন পেতে শুরু করবেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি এক মুঠো প্রিমিয়াম জমা করবেন এবং তারপর সেই পরিমাণের ভিত্তিতে আপনি প্রতি মাসে পেনশন পাবেন। সারা জীবন আপনি পেনশনের পরিমাণ পেতেই থাকবেন। আপনি এলআইসি পলিসিটি সূচনার ছয় মাস পরে যে কোন সময় সমর্পণ করতে পারেন।

এই প্রকল্প সেই সমস্ত লোকেদের জন্য যাতে নূন্যতম বয়স ৪০ বছর এবং তারাই এলআইসি সরল পেনশন প্রকল্পে বিনিয়োগ করে সর্বোচ্চ লাভ পেতে পারেন। অন্যদিকে এই প্রকল্পের সর্বোচ্চ বিনিয়োগের উর্ধ্বসীমা হলো ৮০ বছর। এই প্রকল্পের অধীনে আপনি মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ বার্ষিক ভিত্তিতে পেনশনের সুবিধা পেয়ে যাবেন। ধরা যাক আপনার বয়স ৪২ বছর এবং আপনি ৩০ লক্ষ টাকার একটি বার্ষিক মূল্য হিসেবে পেনশন স্কিম কিনেছেন। এমন পরিস্থিতিতে এই প্রকল্পের অধীনে আপনি প্রতি মাসে ১২৩৮৮ টাকা করে পেনশন পেয়ে যাবেন।

About Author