Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্র সরকার, পাল্টা হুঁশিয়ারি আওয়ামী লীগের সম্পাদক

অরূপ মাহাত: দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন যে কোন মূল্যে বিদেশী অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করবেন তারা। ইতিমধ্যে এই নিয়ে পদক্ষেপও নিয়েছে কেন্দ্র সরকার। উত্তর পূর্বের অসমে জাতীয়…

Avatar

অরূপ মাহাত: দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন যে কোন মূল্যে বিদেশী অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করবেন তারা। ইতিমধ্যে এই নিয়ে পদক্ষেপও নিয়েছে কেন্দ্র সরকার। উত্তর পূর্বের অসমে জাতীয় নাগরিক পঞ্জী লাগু করে রাজ্যের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। প্রায় ১৯ লক্ষ চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীর ঠাঁই হয়েছে ডিটেনশন ক্যাম্পে।এবার এই অঞ্চলের অন্যান্য রাজ্যগুলোর দিকে নজর দিয়েছে কেন্দ্র। বিজেপি নেতারা প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করছেন, ২০২১ এ ক্ষমতায় এলে বাংলায়ও লাগু করা হবে এনআরসি। এই বাংলায় সবচেয়ে বেশী অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে বলে অভিযোগ তাদের। যার সিংহভাগই আবার বাংলাদেশী।এই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আবার বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে রাজ্য বিজেপির প্রথমসারির নেতারা। এই নিয়ে একটি বেসরকারি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।তিনি জানান, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা আগেও জানিয়েছি, বাংলাদেশের কোন অনুপ্রবেশকারী নেই। তাই এই নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের কোন প্রশ্নই ওঠে না।’ এনআরসি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা প্রভাব ফেলবে এই প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
About Author