কেয়া সেন : সৃজিত মুখোপাধ্যায়, টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কয়েকমাস ধরেই পরিচালকের পাশে দেখা যাচ্ছিল এক নাম না জানা সুন্দরীকে। তবে নিজের এই বিশেষ বন্ধুর ব্যাপারে কখনই প্রকাশ্যে মুখ খুলতে শোনা যায়নি তাঁকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপরিবারের সঙ্গে নিজের জন্মদিন, বন্ধুদের সঙ্গে প্রাইভেট ইভেন্ট সর্বত্রই দেখা যাচ্ছিল এই রমণীকে। সম্প্রতি ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও শাহরুখের সঙ্গে পরিচালক-সঙ্গীত শিল্পীর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, এই রমণী আর কেউ নন, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলা। কয়েকমাস আগে যার সঙ্গে ফেসবুকের মাধ্যমে কথাবার্তা শুরু করেছিলেন পরিচালক। চলছিল দেখা সাক্ষাৎ ও।
এবার প্রকাশ্যে এলো নতুন খবর। মিথিলার সঙ্গেই নাকি এবার ২০১৯ এর ২২শে ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন সৃজিত।খবর প্রকাশ্যে আসতেই বিয়ের সানাই বাজছে দুই বাংলায়।