Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

OnePlus এর বাজার শেষ করতে আসছে Realme কোম্পানির এই নতুন স্মার্টফোন, কম দামের মধ্যে পেয়ে যাবেন দুর্দান্ত অভিজ্ঞতা

এখনকার দিনে ভারতের স্মার্টফোন মার্কেটে টিকে থাকতে গেলে প্রতিদিন নতুন নতুন স্মার্টফোন নিয়ে বাজারে আসতেই হবে। প্রতিটি কোম্পানি এখন বিষয়টা বেশ ভালোভাবে বুঝে গিয়েছে। সেই কারণেই প্রতিদিন নতুন নতুন স্মার্টফোন…

Avatar

এখনকার দিনে ভারতের স্মার্টফোন মার্কেটে টিকে থাকতে গেলে প্রতিদিন নতুন নতুন স্মার্টফোন নিয়ে বাজারে আসতেই হবে। প্রতিটি কোম্পানি এখন বিষয়টা বেশ ভালোভাবে বুঝে গিয়েছে। সেই কারণেই প্রতিদিন নতুন নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হতে শুরু করেছে। সম্প্রতি realme কোম্পানিটি ভারতের সবথেকে জনপ্রিয় কোম্পানি হিসেবে আবির্ভূত হয়েছে। এই কোম্পানির প্রতিটি স্মার্টফোন এখন ভারতে বেশ জনপ্রিয়। সেই কারণেই এবারে realme কোম্পানিটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্ট ফোন realme gt neo 6। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন খুব কম বাজেটের মধ্যে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং তার সাথেই আকর্ষণীয় লুকস এবং ডিজাইন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, ভারতের স্মার্টফোনের বাজারের অন্যান্য কোম্পানিগুলিকে কতটা টক্কর দেবে realme কোম্পানির এই নতুন স্মার্টফোনটি।

Realme কোম্পানির এই নতুন স্মার্টফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে আপনাকে দুর্দান্ত কালার গ্যামট, অনেকটা ডিপ ব্ল্যাক, এবং দুর্দান্ত ভিউয়িং অ্যাঙ্গেল প্রদান করে থাকে । অন্যান্য এলসিডি ডিসপ্লের তুলনায়, এই ডিসপ্লে অনেক বেশি সুন্দর এবং এতে যদি আপনি কোন কনটেন্ট দেখতে চান তাহলে আপনি অনেক ভাল ভাবে সেটা দেখতে পাবেন। স্মার্টফোনের রেজোলিউশন ফুল এইচডি প্লাস এবং সেই কারণে যে কোন কনটেন্ট আপনি খুব ভালোভাবে দেখতে পেতে চলেছেন এই ফোনে। এছাড়াও এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ১৪৪ Hz রিফ্রেশ রেট যার সাথে, আপনার স্ক্রিন স্কলিং অনেক ভালো হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর। একেবারে টপ লেভেল পারফরমেন্সের প্রসেসর না হলেও, আপনার প্রতিদিনের কাজ খুব ভালোভাবে চালিয়ে দেবে এই প্রসেসরটি। এছাড়াও এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ৮ জিবি RAM। এর ফলে আপনার মাল্টিটাস্কিং করতে কোন রকম কোন সমস্যা হবে না। আপনি পেয়ে যাবেন ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেছে যার ফলে যে কোন অ্যাপ গেম ফটো এবং ভিডিও সবকিছুই আপনি একসাথে স্টোর করে রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দা বক্স আসে এই স্মার্টফোনের সাথে। ফলে আপনি লেটেস্ট এন্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন।

তবে এই স্মার্টফোনের অন্যতম বড় ফিচার হলো এর ক্যামেরা এবং এর দাম। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এর সাথেই থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এর সাথেই আপনারা পাবেন ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে আপনার ছবি তোলার অভিজ্ঞতা খুব ভালো হবে। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৪৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী যা মোটামুটি একদিন আপনাকে ভালোভাবে চালিয়ে দেবে। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন কুইক চার্জিং সাপোর্ট। মাত্র ৪০ হাজার টাকার মধ্যেই এই স্মার্টফোন ভারতের বাজারে আসছে। হয়তো প্রসেসরের দিক থেকে দেখতে গেলে স্মার্টফোনটি একটু বেশি দামি মনে হতে পারে, তবে সব দিক বিচার করলে REALME কোম্পানির এই নতুন স্মার্টফোনটি অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকতে পারে।

About Author