কেয়া সেন : ড্রাগ ওভারডোজ এবং তার ফলে হাঁপানির সমস্যা নিয়ে রবিবার রাতে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে আই.সি.ইউ তে চিকিৎসাধিন তারকা। যদিও পরিবার সূত্রের খবর, শুধুমাত্র হাঁপানির কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত, কোনো ওষুধের ওভারডোজ নয়, এবং সোমবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন নিখিল ঘরণী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, শনিবার নিখিলের জন্মদিন উপলক্ষে চুটিয়ে পার্টি করতে দেখা গেছে নুসরত কে। তারই কি আফটার এফেক্ট এই অসুস্থতা? প্রশ্ন উঠছে।