Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪০০ দিনের FD-তে প্রচুর সুদ দিচ্ছে এই ব্যাংক, বিনিয়োগে বড় লাভ হবে

ফিক্সড ডিপোজিট (FD) স্কিম সবসময়ই বিনিয়োগকারীদের জন্য সঞ্চয়ের একটি নিরাপদ মাধ্যম। বিশেষ করে যারা নিজেদের টাকা নিয়ে বেশি চিন্তা করেন তাদের জন্য ফিক্স ডিপোজিট সব থেকে ভালো বিনিয়োগের মাধ্যম। ফিক্সড…

Avatar

ফিক্সড ডিপোজিট (FD) স্কিম সবসময়ই বিনিয়োগকারীদের জন্য সঞ্চয়ের একটি নিরাপদ মাধ্যম। বিশেষ করে যারা নিজেদের টাকা নিয়ে বেশি চিন্তা করেন তাদের জন্য ফিক্স ডিপোজিট সব থেকে ভালো বিনিয়োগের মাধ্যম। ফিক্সড ডিপোজিট প্রকল্প হল এমন একটা প্রকল্প যেখানে বিনিয়োগ করলে আপনারা দারুন রিটার্ন পেয়ে যাবেন। আর এবারে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য অমৃত কলশ এফডি স্কিম নামে একটি আকর্ষণীয় FD স্কিম চালু করেছে। এই স্কিমের অধীনে ব্যাঙ্ক গ্রাহকদের শক্তিশালী সুদের হার অফার করছে। কিন্তু এখানেও একটা সতর্কতা রয়েছে! এই স্কিম ৩১ মার্চ, ২০২৪-এ শেষ হচ্ছে। SBI এখনও সময়সীমা বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি। তাই, আপনার বিনিয়োগের শেষ সুযোগ এটি!

SBI অমৃত কলশ যোজনা ১২ এপ্রিল, ২০২৩-এ চালু করা হয়েছিল। ৪০০ দিনের FD-এ সাধারণ গ্রাহকদের জন্য ৭.১% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০% রয়েছে সুদের হার। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ছিল সময়সীমা, যা ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ, বিনিয়োগের জন্য মাত্র ২০ দিন বাকি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রকল্পের আরো কয়েকটি বিশেষ বিষয় আপনার জানা দরকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলস যোজনাতে আরো কিছু সুবিধা আপনার জন্য রয়েছে। এই প্রকল্পে সর্বাধিক ২ কোটি টাকা বিনিয়োগ করা যাবে। ব্যাঙ্ক টিডিএস কেটে সুদের অ্যাকাউন্টে জমা করে। SBI-এর নিকটস্থ শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং, অথবা SBI Yono অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে। এই সুযোগ হাতছাড়া করবেন না! আজই SBI অমৃত কলশ FD স্কিমে বিনিয়োগ করুন!

About Author