Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Cheapest EV: মাত্র ৯৯৯ টাকায় স্কুটার, কলকাতায় লঞ্চ হয়ে গেল ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার

এখনকার দিনে ভারতে ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা ক্রমশ বাড়ছে। এই চাহিদা পূরণে বাজারে নানা ইভি স্কুটার ও বাইক লঞ্চ হচ্ছে। সম্প্রতি Motovolt Mobility Pvt Ltd নতুন প্রজন্মের জন্য Motovolt M7 নামে…

Avatar

এখনকার দিনে ভারতে ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা ক্রমশ বাড়ছে। এই চাহিদা পূরণে বাজারে নানা ইভি স্কুটার ও বাইক লঞ্চ হচ্ছে। সম্প্রতি Motovolt Mobility Pvt Ltd নতুন প্রজন্মের জন্য Motovolt M7 নামে একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কি কি ফিচার পেয়ে যাবেন।

শক্তিশালী ব্যাটারি:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Motovolt M7 তে ৩kWh ইউনিটের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। ব্যাটারি খুলে অন্য জায়গায় চার্জ দেওয়া যাবে। কয়েক ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এই ব্যাটারি। একবার ফুল চার্জে স্কুটারটি ১৬৬ কিমি পর্যন্ত ছুটতে পারবে এই স্কুটার। যদিও এটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়।

বহন ক্ষমতা:

শুধু চালানোর জন্যই নয়, পণ্য পরিবহনের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ইভি স্কুটার। এটি শক্তিশালী ক্রেডল হেভি-ডিউটি মাইল্ড স্টিল ফ্রেমের উপর তৈরি করা হয়েছে। Motovolt Mobility Pvt Ltd এর দাবি, Motovolt M7 ১৮০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারবে।

ভেরিয়েন্ট ও রঙ:

চাহিদার কথা মাথায় রেখে Motovolt M7 এর একাধিক ভেরিয়েন্ট বাজারে আসবে। এখন লাইটনিং গ্রে, গ্যালাক্সি রেড, ব্লু জে, ডোভ হোয়াইট, ক্যানারি ইয়োলো এবং পুমা ব্ল্যাক এই ছয়টি রঙে স্কুটারটি পাওয়া যাবে।

আধুনিক ফিচার:

Motovolt M7 ইভি স্কুটারে বেশ কিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টিএফটি স্ক্রিন, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, সামনে ও পিছনে LED indicators, Side Stand Sensor, হ্যান্ডেল লক, রাইড ডেটা সংরক্ষণের সুবিধা, রিয়েল-টাইম অবস্থান ট্র্যাকিং এবং ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট।

দাম ও প্রি-অর্ডার:

কলকাতায় এই ইলেকট্রিক স্কুটারের লঞ্চ হয়েছে। এই ইভি স্কুটারটি খুব শীঘ্রই বাজারে আসবে। তবে ৯৯৯ টাকায় প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। স্কুটারটির দাম রাখা হয়েছে ১ লাখ ২২ হাজার টাকা।

About Author