Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA-HRA Hike: মোদী সরকার দ্বিগুণ উপহার দিল, DA সহ HRA বাড়ল, মার্চ মাসে বাম্পার বেতন আসবে

মোদি সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য নিয়ে আসা হয়েছে একটা বিরাট ঘোষণা। আজ মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দুটো বড় উপহার দিয়েছে। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কেন্দ্রীয়…

Avatar

মোদি সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য নিয়ে আসা হয়েছে একটা বিরাট ঘোষণা। আজ মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দুটো বড় উপহার দিয়েছে। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫০ শতাংশ। এর সাথে সাথেই, কেন্দ্রীয় কর্মচারীদের হাউজ রেন্ট এলাউন্স অর্থাৎ বাড়ি-ভাড়া ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হয়ে যাওয়ার কারণে এবার ৩০ শতাংশ করে বাড়ি ভাড়া ভাতা পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। একসাথে দুটো বড় বড় ঘোষণার ফলে অনেকটাই মুখে হাসি ফুটেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিবছরে দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। ঘোষণা দুটি করা হয় যথাক্রমে মার্চ এবং অক্টোবর মাসে। এই ঘোষণার পর থেকেই মহার্ঘ ভাতা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ঘোষণা কার্যকর হওয়ার পরে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা যথাক্রমে জানুয়ারি এবং জুলাই থেকে মহার্ঘ ভাতা পেতে শুরু করেন। এতদিন পর্যন্ত ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে আসছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে এবারে আরো চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করে তাদের অনেকটাই সুবিধা করল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনারা মার্চ মাসের সাথে সাথেই বিগত দুই মাসের বকেয়া মহার্ঘ ভাতা একসাথে পেয়ে যাবেন। তার পাশাপাশি একই সাথে বাড়লো কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হলেন দেশের প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী এবারে একই সাথে বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হয়ে গেলে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা যথাক্রমে ৫০ শতাংশ, ২০ শতাংশ এবং ১০ শতাংশ হয়ে যায়। X, Y ও Z লেভেলের শহরগুলিতে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা আলাদা আলাদা হতে পারে। এক্স ক্যাটাগরির শহরগুলিতে এতদিন পর্যন্ত ২৭ শতাংশ করে বাড়ি ভাড়া ভাতা পাওয়া যেত। তবে এবারে সেই বাড়ি ভাড়া ভাতার পরিমাণ হয়ে যাচ্ছে ৩০%। অন্যদিকে ওয়াই ক্যাটেগরি শহরে বাড়ি ভাড়া ভাতা ১৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২০ শতাংশ। পাশাপাশি জেড ক্যাটেগরীর গ্রামীণ এলাকায় ৯ শতাংশ থেকে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ শতাংশ। অর্থাৎ সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একসাথে দুটো সুখবর পেলেন শিবরাত্রির দিন সকাল সকাল।

About Author