Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ত্রানের টাকায় কাটমানি রাখতে চাইছে তৃনমূল, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

গত শনিবার মাঝরাতে রাজ্যের দুই ২৪ পরগনায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বুলবুল, যার ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিল রাজ্য। এই বড়ের ফলে ৯ জনের মৃত্যু হয়েছে, ১৫ লক্ষ হেক্টর জমির ফসল…

Avatar

গত শনিবার মাঝরাতে রাজ্যের দুই ২৪ পরগনায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বুলবুল, যার ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিল রাজ্য। এই বড়ের ফলে ৯ জনের মৃত্যু হয়েছে, ১৫ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, পাঁচ লক্ষ বাড়ি নষ্ট হয়েছে, সবমিলিয়ে ৬ লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, তছাড়াও কেন্দ্রীয় সাংসদ বাবুল সুপ্রিয় বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

কেন্দ্র রাজ্যে প্রশাসনিক দল পাঠিয়েছিল ক্ষতির পরিমান হিসেব করার জন্য। শেষমেশ ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমান এসে দাঁড়িয়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সালে বৈঠকে একথা জানিয়েছে রাজ্য। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব দুষ্মন্ত নরিওয়ালার সঙ্গে হওয়া বৈঠকে ক্ষতি সমস্ত তথ্য তুলে দিয়েছে রাজ্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের ফলে তিন জেলায় ৩৫ লক্ষ মানুষ ক্ষতির শিকার হয়েছে। ৫ লক্ষ ১৭ হাজার ৫৩৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ লক্ষ ৯০ হাজার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক ব্যবস্থার ও অনেক ক্ষতি হয়েছে। সবমিলিয়ে মোট ২৩ হাজার ৮১১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

তবে ত্রান বিলি নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর দাবি ছিল তারা ত্রান নিয়ে কোনো রাজনীতি করে না। কিন্তু বিপর্যস্ত বিজেপি সমর্থকদের বলা হচ্ছে তোমাদের ত্রান দেব না। দিলীপ ঘোষ আরও বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন ৫ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু দুই ২৪ পরগনায় ৫ লক্ষ কাঁচা বাড়ি নেই।

রাজ্য যা টাকা চেয়েছে তার মধ্যে ৯ হাজার কোটি টাকা কাটমানি রাখতে চাইছে তৃনমূল। দিলীপ ঘোষ আরও বলেন তৃনমূল ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্য খরচ তুলে রাখতে চাইছে। এই নিয়ে রাজনৈতিকমহলে তর্কবিতর্কের সৃষ্টি হয়েছে।

About Author