Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: আম্রপালি দুবের যৌবনের প্রতি মোহগ্রস্ত পবন সিং, রোম্যান্সের সময় সমস্ত সীমা ভেঙেছে

ইতিমধ্যেই পবন সিং ও আম্রপালি দুবের একটি গান ইউটিউবে ঝড় তুলেছে। প্রসঙ্গত বহু ভোজপুরি গানে একসঙ্গে ঝড় তুলেছেন এই জুটি। ভোজপুরি সিনেমার সুপারস্টার এবং ভোজপুরি জগতের বিখ্যাত অভিনেত্রী কুইন আম্রপালি…

Avatar

ইতিমধ্যেই পবন সিং ও আম্রপালি দুবের একটি গান ইউটিউবে ঝড় তুলেছে। প্রসঙ্গত বহু ভোজপুরি গানে একসঙ্গে ঝড় তুলেছেন এই জুটি। ভোজপুরি সিনেমার সুপারস্টার এবং ভোজপুরি জগতের বিখ্যাত অভিনেত্রী কুইন আম্রপালি ও পবন সিং জুটি যখনই এক সঙ্গে পর্দায় হাজির হয়, তখনই হাঙ্গামা শুরু হয়ে যায়।

এই জুটি প্রতিবারই তাদের অভিনয় দিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দেন। তবে একটা সময় ছিল যখন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংকে দাবাং তারকা অর্থাৎ পবন সিংয়ের সঙ্গে দেখা যেত। তাদের জুটিকে সুপারহিট বলে মনে করা হত। কারণ আজকের সময়ে, নিরহুয়া এবং আম্রপালি জুটিকে সবচেয়ে বেশি পছন্দ করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই পবন সিং ও আম্রপালি দুবের একটি গান ইউটিউবে ঝড় তুলেছে। প্রসঙ্গত, বহু ভোজপুরি গানে একসঙ্গে কাজ করেছে এই জুটি। তবে ইদানীং একটি গান নেট পাড়ার তাপমাত্রা একটু বেশিই বাড়িয়েছে। পবন সিং ও আম্রপালির ওপর চিত্রায়িত ভোজপুরি গান ‘কভি পেয়ার সে বুলানা এক বার’ কাঁপাতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া। এই গানে দুজনের সিজলিং কেমিস্ট্রি দেখে ভক্তরা পাগল হয়ে যাচ্ছেন। এই গানে পবন সিং ও আম্রপালি দুবেকে একসঙ্গে নাচতে দেখা যায়। এই জুটিও দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। ‘কাভি পেয়ার সে বুলানা এক বার’ গানটিতে প্রিয়াঙ্কা সিংয়ের সাথে পবন সিং কণ্ঠ দিয়েছেন। গানের কথা লিখেছেন সুমিত সিং চন্দ্রবংশী এবং সংগীত দিয়েছেন ছোটে বাবা। গানটি ডিআরজে রেকর্ডস ধুন নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। খবরটি লেখা পর্যন্ত গানটি প্রায় ৫০ লক্ষবার দেখা হয়েছে। গানের ভিডিওতে আম্রপালিকে অসাধারণ সুন্দরী দেখাচ্ছে। পবন সিংয়ের সঙ্গে তার অনস্ক্রিন রোম্যান্স সাধারণ মানুষের নজর কাড়তে বাধ্য।

About Author