Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railway: মেমু এবং যাত্রীবাহী ট্রেনের ভাড়া সস্তা, রেল যাত্রীরা বড় স্বস্তি পেলেন

রেলে যারা ভ্রমণ করেন তাঁদের জন্য রইল একদম হাতে চাঁদ পাওয়ার মতো খবর। এমইএমইউ ও যাত্রীবাহী ট্রেনের ভাড়া কমেছে বলে খবর। লখনউ থেকে কানপুরে যাতায়াতকারী নিত্য যাত্রীদের জন্য রয়েছে সুখবর।…

Avatar

রেলে যারা ভ্রমণ করেন তাঁদের জন্য রইল একদম হাতে চাঁদ পাওয়ার মতো খবর। এমইএমইউ ও যাত্রীবাহী ট্রেনের ভাড়া কমেছে বলে খবর। লখনউ থেকে কানপুরে যাতায়াতকারী নিত্য যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কোভিড পূর্ববর্তী পরিস্থিতি পুনরুদ্ধার করে পুরনো ভাড়া কার্যকর করেছে রেল। এবার ২০ টাকায় লখনউ থেকে কানপুর যেতে পারবেন। সম্প্রতি রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল হেডকোয়ার্টারকে প্রি-কোভিড ভাড়া কার্যকর করার নির্দেশ দিয়েছে। এরপর অনেক জোনে এ আদেশ কার্যকর করা হয়েছে।উত্তর রেলওয়ে লখনউ বিভাগও পুরনো ভাড়ার তালিকা প্রকাশ করেছে। ব্যাখ্যা করুন যে কোভিডের সময় থেকে, যাত্রীদের এমইএমইউ এবং যাত্রীবাহী ট্রেনে ভ্রমণের জন্য ৪০ টাকা দিতে হত। এই পরিস্থিতিতে এখন লখনউ থেকে কানপুর এমইএমইউ এবং প্যাসেঞ্জার ট্রেন ৪০ টাকার পরিবর্তে ২০ টাকায় যাত্রা করবে। একই সময়ে, যাত্রী এবং এমইএমইউ ট্রেনের জন্য ৪০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের টিকিট এখন ৩০ টাকার পরিবর্তে ১০ টাকা হবে।Indian Railway: মেমু এবং যাত্রীবাহী ট্রেনের ভাড়া সস্তা, রেল যাত্রীরা বড় স্বস্তি পেলেনএকইভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটারের ভাড়া ১৫ টাকা এবং ৫০ কিলোমিটার থেকে ৮০ কিলোমিটারের ভাড়া ২০ টাকা হবে। আমরা আপনাকে বলি যে লক্ষ লক্ষ লোক কাজ এবং অন্যান্য কাজের জন্য প্রতিদিন লখনউ এবং কানপুরের মধ্যে যাতায়াত করে। এর মধ্যে ট্রেনে যাতায়াতকারী বিপুল সংখ্যক মানুষও রয়েছে। বেশ কয়েকটি লোকাল ট্রেন এবং এমইএমইউ ট্রেন দুটি শহরের মধ্যে চলাচল করে। দুই শহরের মধ্যে প্রায় ৮০ কিলোমিটারের দূরত্ব দেড় থেকে দুই ঘণ্টায় সম্পন্ন হয়। লোকাল ট্রেন ও এমইএমইউ ভাড়া কমে যাওয়ায় স্বস্তি পাবেন যাত্রীরা।করোনাকালে এসব লোকাল ট্রেন চলাচল কমিয়ে দেয়া হয়। উপচে পড়া ভিড় কমাতে ভাড়া বাড়ানো হয়েছে। তবে এখন প্রায় তিন বছর পর এই ট্রেনগুলি সঠিকভাবে চালানোর ফলে হাজার হাজার মানুষ উপকৃত হবেন, যারা তাদের মাধ্যমে প্রতিদিন আপ-ডাউন করেন।
About Author