কৃষকদের উপকার করতে এবং তাদের আয় বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে অনেক প্রচেষ্টা করা হয়। পিএম কিষাণ সম্মান নিধি নামে একটি দুরন্ত প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত করা হচ্ছে। যা ভালো সাড়াও পাচ্ছে। এর পাশাপাশি, সরকার এখন ডোর-টু-ডোর কেসিসি অভিযান এবং কিষাণ ঋণ পোর্টাল চালু করার কথা ঘোষণা করেছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে আরও জানানো হয়, কেসিসি ঋণের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকার বাজার তৈরি করেছে সরকার। শুধুমাত্র ভর্তুকিযুক্ত ঋণ পাওয়ার জন্য কিষাণ ঋণ পোর্টাল চালু করা হয়েছে।
কিষাণ ঋণ পোর্টাল একটি ডিজিটাল মাধ্যম। যার মাধ্যমে কৃষকরা যে কোনো জায়গা থেকে সুদ মওকুফের দাবি, ঋণ সম্পর্কিত তথ্য, সুদ মওকুফ সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। সরকার কেসিসি স্কিম পুনরায় জারি করছে। যাতে মানুষকে ঋণ নিতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। এই অভিযানের আওতায় কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে অবহিত করা হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসর্বাধিক সংখ্যক কৃষকের কাছে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে প্রাপ্ত কৃষকদের ডেটা দিয়ে আরও বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।
চলতি অর্থবছরে সরকার কৃষি ঋণ দিয়েছে ৬,৫৭৩.৫০ কোটি টাকা। যাঁদের এখনও কিষাণ ক্রেডিট কার্ড নেই, তাঁদেরও কাছে পৌঁছনোর চেষ্টা করছে সরকার।