Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রমিক স্বার্থে ন্যূনতম মজুরি, একদিনে বেতন ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

অরূপ মাহাত: সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট সিকিয়োরিটি ইন্ডাস্ট্রির আয়োজনে শুক্রবার সিকিউরিটি লিডারশিপ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। সেখানেই এক ভাষণে তিনি সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বার্থে একগুচ্ছ প্রকল্পের ঘোষনা…

Avatar

অরূপ মাহাত: সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট সিকিয়োরিটি ইন্ডাস্ট্রির আয়োজনে শুক্রবার সিকিউরিটি লিডারশিপ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। সেখানেই এক ভাষণে তিনি সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বার্থে একগুচ্ছ প্রকল্পের ঘোষনা করেন। তিনি বলেন, ‘২০১৪ সাল থেকেই কেন্দ্র সরকার শ্রমিকদের স্বার্থে সংস্কার চালিয়ে আসছে। বহু আইন সংশোধন করে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে চলেছে এই সরকার।’ একটি নির্দিষ্ট দিনে বেতন প্রত্যেক শ্রমিকের কাছে পৌঁছে যাওয়া, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি স্থির করা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার জানালেন শ্রমমন্ত্রী। এই বিষয়ে আইন এনে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার কথা পরিকল্পনা করেছে মোদী সরকার। শুধু বেতন কাঠামো বদলই নয়, শ্রমিকদের সমস্যা সমাধানে অনলাইন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্র।শ্রমিকরা নিজেদের সমস্যা সংক্রান্ত অভিযোগ অনলাইন পোর্টালে নথিভুক্ত করতে পারবেন এবং ৪৮ ঘন্টার মধ্যে সমাধান করা হবে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভবিষ্যতে বেসরকারি ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষার বিষয়েও পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার এমনটাই জানা গেছে।
About Author