শ্রেয়া চ্যাটার্জি : ‘আজা পিয়া আই বাহার’ সেই মাধুরী দীক্ষিতকে, মনে আছে সবার? না ওইসব মুহূর্ত সত্যিই ভোলার নয়। তবে ভুলবই বা কি করে এমন ঝাঁ-চকচকে শরীর নিয়ে, এমন সৌন্দর্য নিয়ে যদি তিনি বারবার হাজির হন এক একটা চমক নিয়ে, আমরা কি ভুলতে পারি তাকে?
সত্তিকারের গ্ল্যামার থাকলে কখনোই খোলামেলা পোশাক পরে শরীর দেখিয়ে পুরুষ মন জেতার প্রয়োজন হয় না, এই কথা আবারও প্রমাণ করে দিলেন মাধুরি দিক্সিত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now৫২ বছর বয়সেও তিনি একেবারে চিরকুমারী। বয়সটা এখানে কিছু মনেই হচ্ছে না। পুরুষ মনে ঝড় তোলা সেই ঠোঁটের হাসি একই রকম রয়ে গেছে।