Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিয়্যাল লাইফ নবাব হলেন রিলের কপি ক্যাট, বলিউডে গুঞ্জন এমনটাই

কেয়া সেন : ওয়েব প্ল্যাটফর্মে সিরিজ হোক বা বলিউডের সিনেমা। সব ক্ষেত্রেই নিত্য নতুন চরিত্রকে ফুটিয়ে তুলতে দেখা যাচ্ছে সইফ আলি খান কে। চরিত্র আলাদা হলেও, চরিত্রের লুক-এর জন্য তারকা…

Avatar

কেয়া সেন : ওয়েব প্ল্যাটফর্মে সিরিজ হোক বা বলিউডের সিনেমা। সব ক্ষেত্রেই নিত্য নতুন চরিত্রকে ফুটিয়ে তুলতে দেখা যাচ্ছে সইফ আলি খান কে। চরিত্র আলাদা হলেও, চরিত্রের লুক-এর জন্য তারকা কপি করছেন হলিউড অভিনেতাদের। একটি খোলসা করে বলি?“সেক্রেট গেমস”-এ অভিনয়ের পর থেকে নিজের চরিত্র নিয়ে ইদানিং বেশ এক্সপেরিমেন্ট করছেন সইফ আলি খান। কিছুদিন আগে মুক্তি পেয়েছিলো “লাল কাপ্তান”। যেখানে নাগা সাধুর চরিত্রে পর্দায় ফিরেছিলেন সইফ, চরিত্র ব্র্যান্ড নিউ কিন্তু তার লুক ছিল হুবহু ব্র্যাড পিটের জ্যাক স্প্যরোর মতো। সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা ও গোটা টিম।রিয়্যাল লাইফ নবাব হলেন রিলের কপি ক্যাট, বলিউডে গুঞ্জন এমনটাইএবার, আবার ও সেই একই ভুল করলেন টিম “তানহাজি”। বলিউডের আপকামিং এই পিরিয়ড ড্রামায় উদায়বানের চরিত্রে দেখা যাবে তারকাকে।সইফের লুক প্রকাশ্যে আসতেই, ফের সমালোচনার মুখে টিম “তানহাজি”।কারণ,অভিনেতার উধয়ভান সিং রাঠোর অবতার। সমালোচকদের মতে,হলিউড ওয়েব সিরিজ “গেম অফ থ্রোন্স” এর জন স্নো এর লুক কেই নাকি কপি করেছেন সইফ।রিয়্যাল লাইফ নবাব হলেন রিলের কপি ক্যাট, বলিউডে গুঞ্জন এমনটাইযদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ছবির পরিচালক।
About Author