Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের মঞ্চ কাঁপালেন স্বপ্না চৌধুরী, ঘায়েল যুবক থেকে বৃদ্ধ

হরিয়ানভি নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী অন্যতম জনপ্রিয় হরিয়ানভি নৃত্যশিল্পী। স্বপ্না চৌধুরী ও তার গান খুব বিখ্যাত। স্বপ্না চৌধুরী প্রায়শই তার সুন্দর চেহারা দিয়ে মানুষের মন জয় করেন। স্বপ্না চৌধুরী হরিয়ানার যে…

Avatar

হরিয়ানভি নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী অন্যতম জনপ্রিয় হরিয়ানভি নৃত্যশিল্পী। স্বপ্না চৌধুরী ও তার গান খুব বিখ্যাত। স্বপ্না চৌধুরী প্রায়শই তার সুন্দর চেহারা দিয়ে মানুষের মন জয় করেন। স্বপ্না চৌধুরী হরিয়ানার যে কোনও উৎসবে এক কথায় চার ছাঁদ লাগিয়ে দেন। তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে সকলেরই চোখ এক কথায় কপালে উঠে গেছে।

কয়েক মাস আগেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। এতে স্বপ্না চৌধুরী হরিয়ানার একটি গ্রামে দশোতনের একটি অনুষ্ঠানে পৌঁছে যান। তিনি সেখানে তার স্টাইল এবং ঠুমকা দিয়ে পুরো গ্রামকে পাগল করে তোলেন। পুরো গ্রাম জড়ো হয় স্বপ্নাকে দেখতে, আর সবাই শুধু স্বপ্নার দিকেই তাকিয়ে আছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যাঁরা জানেন না, তাঁদের জানিয়ে রাখি, দশোতন একটি উৎসব। হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে, এই উৎসবটি একটি শিশুর জন্মের মাস শেষ হওয়ার পরে উদযাপিত হয়। তবে দাশোতানে আসা স্বপ্নাকে নীল-হলুদ রঙের সালোয়ার-কুর্তিতে দেখা যায়। মঞ্চ সাজানো হয়েছে এবং সামনে হাজার হাজার মানুষের ভিড়। এই ভিডিওতে স্বপ্না পারফর্ম করছেন অতি বিখ্যাত হরিয়ানভি গান ‘মাকড়ান আলি জুটি’তে। ‘মাকদান আলি জুটি’ গানটি গেয়েছেন গায়িকা রাজু পাঞ্জাবি এবং সুশীলা ঠক্কর। গানটির কথা লিখেছেন গীতিকার অ্যান্ডি দাহিয়া এবং সংগীত সাজিয়েছে ভিআর ব্রাদার্স।

মজার ব্যাপার হলো, স্বপ্না চৌধুরীর এই অনন্য লাইভ ডান্স পারফরম্যান্স চার মাসে ১২২ হাজারেরও বেশি অর্থাৎ ১ লাখ ২২ হাজার বার দেখা গেছে। কমেন্ট সেকশন উপচে পরেছে নেটিজেনদের কমেন্টে।

About Author