Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সকলকে টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে গেলেন জাতীয় ‘ক্রাশ’ তৃপ্তি দিমরি

 

‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন অভিনেত্রী ত্রুপ্তি দিমরি। এই সিনেমা মুক্তির পর তৃপ্তি দিমরি জাতীয় সেনসেশন হয়ে উঠেছেন। তৃপ্তি দিমরির জীবনের প্রতি মুহূর্তের আপডেট জানতে এখন তাঁর অনুরাগীরা এক কথায় মুখিয়ে রয়েছে। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর অভিনয়ের জাদু মুগ্ধ করেছিল দর্শকদের। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার চমৎকার রোমান্স বেশ আলোচিত হয়েছিল।

তবে রইল আরও বড় চমক। এবার ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতেও দেখা গেছে তাকে। অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর ও ত্রুপ্তি দিমরির রসায়ন দর্শকদের খুব পছন্দ হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘জোয়া’ চরিত্রে অভিনয় করা ‘অ্যানিম্যাল’ ছবিতে ছোট্ট চরিত্রেও ব্যাপক পরিচিতি পান তিনি। কিন্তু ছবির অন্তরঙ্গ দৃশ্যের কারণে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল।

তৃপ্তি বলেন, “আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার অভিনেত্রী হওয়া উচিত। কেউ আমাকে জোর করেনি। এই কাজ করতে পেরে আমি আনন্দ পাই। আমি যখন অভিনয় করি, তখন চরিত্রে রূপান্তরিত হই।” ‘অ্যানিমেল’ ছবির সাফল্যের পর অভিনেত্রী শুধু আইএমডিবির জনপ্রিয়তার তালিকাতেই অন্তর্ভুক্ত হননি, এই ছবির সাফল্যের পর প্রতিনিয়ত নানা ছবির অফার পাচ্ছেন তিনি।

তৃপ্তি দিমরি সম্প্রতি অভিনেতা ভিকি কৌশলের সাথে ‘মেরে মেহবুব মেরে সনম’ ছবির শুটিং শেষ করেছেন, অন্যদিকে তিনি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে কার্তিক আরিয়ানের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর তৃপ্তি দিমরি দক্ষিণে একটি বড় ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তৃপ্তি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ভক্তদের জন্য প্রতিনিয়ত ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা ৫০ লাখ, যাঁরা দিনরাত তাঁকে ফলো করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রামে আপনি একাধিক ছবি দেখতে পাবেন।