Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hero-র এই ইলেকট্রিক স্কুটার বাজারে আলোড়ন সৃষ্টি করেছে, রেঞ্জ দেয় 122 কিলোমিটার, জানুন ফিচার ও দাম

এখনকার দিনে ভারতের বাজারে কম দামের ইলেকট্রিক স্কুটারের একটা দারুন চাহিদা রয়েছে। এই সেগমেন্টে হিরো কোম্পানির স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক অপটিমা সিএক্স সবথেকে জনপ্রিয়। এই ইলেকট্রিক স্কুটারে দুটি ব্যাটরি বিকল্পের…

Avatar

এখনকার দিনে ভারতের বাজারে কম দামের ইলেকট্রিক স্কুটারের একটা দারুন চাহিদা রয়েছে। এই সেগমেন্টে হিরো কোম্পানির স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক অপটিমা সিএক্স সবথেকে জনপ্রিয়। এই ইলেকট্রিক স্কুটারে দুটি ব্যাটরি বিকল্পের অপশন রয়েছে। এতে আপনারা পেয়ে যাবেন সিটি স্পিড এবং কমফোর্ট স্পিড নামের দুটি নতুন ভেরিয়েন্ট। এই ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন ৮২ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ এবং তার সাথেই থাকবে আরো একটি ব্যাটারি যেখানে পেয়ে যাবেন ১২২ কিলোমিটার এর ড্রাইভিং রেঞ্জ। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি হতে চলেছে ৪২ কিলোমিটার প্রতি ঘন্টা। হিরো ইলেকট্রিক অপটিমা সিএক্স ইলেকট্রিক স্কুটার এর মোট ওজন হল ৭২.৫ কেজি।হিরো ইলেকট্রিক অপটিমাস সিএক্স ইলেকট্রিক স্কুটারটি মোটামুটি চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে পুরোপুরি ভাবে চার্জ হয়ে যেতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন একটি শক্তিশালী মোটর যেটি ৫৫০ ওয়াট থেকে ১ হাজার ২০০ ওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে প্রারম্ভিক মূল্য হতে চলেছে ৬৭ হাজার ৩২৯ টাকা। এই ইলেকট্রিক স্কুটারের সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনের দিকে রয়েছে ডুয়াল শক অ্যাবজরবার। নিরাপত্তার জন্য এই ইলেকট্রিক স্কুটারের দুটি চাকায় রয়েছে ড্রাম ব্রেক। এছাড়াও এই বৈদ্যুতিক স্কুটারে রয়েছে আটটি আলাদা আলাদা রং এর বিকল্প। এই ইলেকট্রিক স্কুটারের টপ মডেলের দাম হতে চলেছে ১.৩০ লক্ষ টাকা।এই ইলেকট্রিক স্কুটার এর উভয় চাকায় ব্রেকিং সিস্টেম রয়েছে। এই ইলেকট্রিক স্কুটার একটি অত্যন্ত দ্রুতগতির স্কুটার যা অত্যন্ত খারাপ রাস্তায় আপনাকে দুর্দান্ত কর্ম ক্ষমতা দিতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ১৪০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর সুবিধা। এতে রয়েছে ডিজিটাল ওডো মিটার এবং ডিজিটাল টাচস্ক্রিন ডিসপ্লে। বাজারে টিভিএস, এলএমএল, সুজুকি বর্গম্যান, হন্ডা পিসিএক্স এর মত ইলেকট্রিক স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে এই নতুন ইলেকট্রিক স্কুটারের।
About Author