Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holiday List: মার্চ মাসে টানা ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আজই সেরে ফেলুন আপনার জরুরি কাজ

ফেব্রুয়ারির শেষ সপ্তাহ চলছে, আর ৩ দিন পরেই শুরু হবে মার্চ মাস। যদি এই মাসে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে এটি দ্রুত নিষ্পত্তি করুন নইলে বিপদে পরতে পারেন…

Avatar

ফেব্রুয়ারির শেষ সপ্তাহ চলছে, আর ৩ দিন পরেই শুরু হবে মার্চ মাস। যদি এই মাসে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে এটি দ্রুত নিষ্পত্তি করুন নইলে বিপদে পরতে পারেন আপনিই। আরবিআই সম্প্রতি ২০২৪ সালের মার্চ মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? সেই তালিকা প্রকাশ করেছে।শিবরাত্রি এবং হোলির উত্সবও এই মাসে আসে, যার কারণে জাতীয় ও আঞ্চলিক ছুটির দিন ছাড়াও উৎসবের দিনে ব্যাংকগুলি বন্ধ থাকবে। আসুন তাহলে আপনিও জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।১ মার্চ বসন্ত উৎসব পালিত হবে, যার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।৩ মার্চ রবিবার ছুটি থাকবে।মহাশিবরাত্রির কারণে ৮ মার্চ বন্ধ থাকবে ব্যাঙ্ক।৯ মার্চ অর্থাৎ মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্কগুলিতেও এই দিন ছুটি থাকবে।১০ মার্চ রবিবার ছুটি১৭ মার্চ রবিবারও ছুটি থাকবেবিহার দিবস উপলক্ষে ২২ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে।Bank Holiday List: মার্চ মাসে টানা ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আজই সেরে ফেলুন আপনার জরুরি কাজ২৩ মার্চ অর্থাৎ মাসের চতুর্থ শনিবার ছুটি থাকবে।২৪ মার্চ রবিবার ছুটি।২৫, ২৬ এবং ২৭ মার্চ হোলি উদযাপিত হবে, যার কারণে টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৯ মার্চ গুড ফ্রাইডে ছুটি।৩১ মার্চ রবিবার ছুটি।যদিও ইন্টারনেট ব্যাঙ্কিঙ্ক করতে পারবেন গ্রাহকরা। তবে মার্চ মাসে টানা ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
About Author