Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

CNG অপশনে পাওয়া যাচ্ছে Swift, মাইলেজ দেবে ৩০.৯০ কিমি প্রতি কিলো, জানুন বিস্তারিত স্পেসিফিকেশন

ভারতীয় বাজারে বেশ কয়েক দশক ধরেই সব থেকে জনপ্রিয় গাড়ি কোম্পানি হয়ে থেকেছে মারুতি সুজুকি। শুধুমাত্র আজকে থেকে নয়, বহু বছর ধরে এই গাড়ির কোম্পানিটি রয়েছে জনপ্রিয়তা শিখরে। তার পাশাপাশি…

Avatar

ভারতীয় বাজারে বেশ কয়েক দশক ধরেই সব থেকে জনপ্রিয় গাড়ি কোম্পানি হয়ে থেকেছে মারুতি সুজুকি। শুধুমাত্র আজকে থেকে নয়, বহু বছর ধরে এই গাড়ির কোম্পানিটি রয়েছে জনপ্রিয়তা শিখরে। তার পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারেও একইভাবে জনপ্রিয়তার টিকে রয়েছে মারুতি সুজুকি গাড়ির। আর ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি Maruti Suzuki-এর Swift একটি জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি। এই গাড়িটির জনপ্রিয়তার জন্য এর ভালো মাইলেজও একটি উল্লেখযোগ্য কারণ। আর আরেকটি কারণ হল এই গাড়ির বাজেট মূল্য। আপনি ৬ লাখ টাকায় কিনে নিতে পারবেন এই গাড়ি।

Swift-এর দুটি ফুয়েল অপশন রয়েছে: পেট্রোল এবং সিএনজি। পেট্রোল অপশনে দুটি ট্রান্সমিশন অপশন রয়েছে: ম্যানুয়াল এবং অটোমেটিক। সিএনজি অপশনে শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। Swift-এর পেট্রোল অপশনে ম্যানুয়াল ট্রান্সমিশনে এক লিটার পেট্রলে ২২.৩৮ কিলোমিটার মাইলেজ দেয়। অটোমেটিক ট্রান্সমিশনে এক লিটার পেট্রলে ২২.৫৬ কিলোমিটার মাইলেজ দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, Swift-এর সিএনজি অপশনে এক কিলোগ্রাম সিএনজিতে ৩০.৯০ কিলোমিটার মাইলেজ দেয়। Swift-এর পেট্রোল অপশনের মাইলেজ ভালো হলেও সিএনজি অপশনের মাইলেজ আরও ভালো। সিএনজি অপশনে এক কিলোগ্রাম সিএনজিতে ৩০.৯০ কিলোমিটার মাইলেজ দেয়, যা এই সেগমেন্টের অন্যান্য গাড়িদের তুলনায় অনেক বেশি। তাই যদি আপনি Swift কিনতে চান, তাহলে সিএনজি অপশনটি বিবেচনা করতে পারেন।

About Author