ক্রিকেটখেলা

তেন্ডুলকর ও ওয়াকারের ছবির মাধ্যমে ভারত-পাকিস্তানকে একসূত্রে বাঁধলো আইসিসি

Advertisement

তড়িৎ ঘোষ : আজ থেকে ঠিক ৩০ বছর আগে একই টেস্ট ম্যাচে অভিষেক হয় দুই তরুনের। একজন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর ও অপরজন পাকিস্তানের অন্যতম রিভার্স সুইং বোলার ওয়াকার ইউনিস। দুজনেরই ১৯৮৯ সালের ১৫ই নভেম্বর করাচিতে ভারত পাকিস্তান টেস্ট ম্যাচে অভিষেক হয়।

সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি ৩০ বছর পূর্তি উপলক্ষে ভারতের কিংবদন্তি খেলোয়াড় শচীন তেন্ডুলকর ও পাকিস্তানের ওয়াকার ইউনিসকে সম্মান জানানোর জন্য তাদের একটি দুষ্প্রাপ্য কোলাজ ছবি টুইট করে। ছবিটির মাধ্যমে তাদের সম্মান জানানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একত্রিত করলো আইসিসি।

করাচির ওই ম্যাচটি ড্র হয়। পাকিস্তান প্রথমে ব্যাট করে ক্যাপ্টেন ইমরান খানের শতরানের সুবাদে ৪০৯ রান তুলে। প্রত্যুত্তরে ভারত ২৬২ রানে অলআউট হয়ে যায় এবং শচীন ওয়াকারের বলে ১৫ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৩ উইকেটে ৪০৯ রান তুলে ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করে। জবাবে সঞ্জয় মঞ্জরেকার অপরাজিত ১১৩ এবং নভজোৎ সিং সিধুর ৮৫ রানের দৌলতে ম্যাচটি ড্র হয়ে যায়। শচীন তেন্ডুলকর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি এবং ওয়াকার ইউনিসও দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি।

৮৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৭৩ উইকেট নিয়ে ২০০৩ সালে পাকিস্তানের ওয়াকার ইউনিস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ২৬২ টি ম্যাচে ৪১৬ উইকেট। অপরদিকে সচিন তেন্ডুলকর ২০০ টি টেস্ট ম্যাচে ১৫৯২১ এবং ৪৬৩ টি একদিনের ম্যাচে ১৮৪২৬ রান সংগ্রহ করে ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান।

Related Articles

Back to top button