Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: অবশেষে মুক্তি পেল ‘ম্যায় তেরে ইশক মে’ সিনেমার ট্রেলার, দেখলে ঘাম ঝরবে আপনার

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্রেমীদের বিনোদনের নতুন মাধ্যম হয়ে উঠেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। যেখানে বিগত এক দশক পূর্বে বিনোদন মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজকের দিনে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে…

Avatar

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্রেমীদের বিনোদনের নতুন মাধ্যম হয়ে উঠেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। যেখানে বিগত এক দশক পূর্বে বিনোদন মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজকের দিনে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এমন সুপারহিট সিনেমা রিলিজ করা হচ্ছে, যা মানুষকে ভরপুর বিনোদন প্রদান করছে। বিশেষ করে নিরহুয়া, পবন সিং কিংবা খেসারি লাল যাদবের মতো অভিনেতারা একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিচ্ছেন ভক্তদের।

বিগত কয়েক মাস ধরে বার বার সংবাদ শিরোনামে উঠে আসা বিশেষ একটি সিনেমার ট্রেলার সম্প্রতি রিলিজ করা হয়েছে ইউটিউবে। আমরা আপনাদের জানিয়ে রাখি, বহু প্রতীক্ষিত এই সিনেমাটি তৈরি করা হয়েছে রোমান্স, থ্রিলার এবং অ্যাকশন ভঙ্গিমায়। যে সিনেমাটিতে প্রিন্স সিং রাজপুত এবং পায়স পণ্ডিতের মধ্যে অসাধারণ রসায়ন দেখতে পাবেন ভক্তরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, প্রিন্স সিং রাজপুত এবং পায়স পণ্ডিতের মধ্যে প্রেমে পূর্ণ ভোজপুরি ছবি ‘ম্যায় তেরে ইশক মে’-এর ট্রেলার আজ ENTERR10 RANGEELA-এর YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। সিনেমাটি ট্রেলার উপভোগ করার পর ভক্তরা মনে করছেন, এই সিনেমাটি সুপারহিট প্রমাণিত হবে। অনেকেই কমেন্ট বক্সে সিনেমাটি ব্লকবাস্টার হবে বলেও কমেন্ট করেছেন। আবার অনেকেই দাবি করেছেন, প্রিন্স সিং রাজপুত এবং পায়স পণ্ডিতের অসাধারণ রসায়ন সিনেমাটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।

যদি সিনেমাটির পরিচালক এবং পরিচালনা কমিটির সদস্যদের কথা বলি, তবে অজিত মন্ডলের লেখা গানগুলো সুর করেছেন সুদীপ সেজন। ছবিটির চিত্রগ্রাহক রবি চন্দন এবং অ্যাকশন ডিরেক্টর প্রদীপ খড়কা। ছবির কোরিওগ্রাফার প্রসূন যাদব এবং অশোক মাইতি। এছাড়া বাহুবলির সুপার হিট অভিনেতা প্রিন্স সিং রাজপুত এবং সুন্দরী অভিনেত্রী পায়স পণ্ডিতকে প্রধান চরিত্রে দেখা যাবে।

About Author