ভোজপুরি জগতের সবথেকে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন নিরাহুয়া ওরফে দিনেশ লাল যাদব। তিনি তার প্রতিটি ছবির মাধ্যমে এই জগতকে নতুনভাবে অনুপ্রানিত করেন। তার প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় একেবারে জনপ্রিয়। সঙ্গেই তার সিনেমার বিভিন্ন গান এখনো ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে বেশ ভাইরাল। সিনেমা তো হিট হয়েই থাকে, যদি আমরা গানের ব্যাপারেও কথা বলি, এই তারকার গান ইউটিউব দুনিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায় জনপ্রিয়। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।
তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে, দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবের ‘মন বড় করতা’ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে আম্রপালিকে বেশ বোল্ড স্টাইলে নাচতে দেখা যাচ্ছে। দুজনের মধ্যে অন-স্ক্রিন কেমিস্ট্রি সত্যিই দেখার মতো। গানটিতে গোলাপি শাড়িতে আম্রপালিকে খুব সুন্দর লাগছে। নিরহুয়া ও আম্রপালি এই গানটিতে অনেক সুন্দর ও রোমান্টিক দৃশ্য দিয়েছেন, যা দর্শকরা বেশ পছন্দ করছেন। তাদের দুজনের কেমিস্ট্রি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুব পছন্দ করা হয়। আর এই ভিডিওটাও একইভাবে হয়েছে ভাইরাল। এর সাথেই আরো একটি গান সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। সেটা হলো তাদের দুজনের আরো একটি জনপ্রিয় আই মিলন কি বেলা ছবির গিরাদ পারাদা। এই গানটিতে দুজনকে রাতের অন্ধকারে দারুনভাবে নাচ করতে দেখা গেছে। ভিডিওটিতে দুজনকেই একেবারে রোম্যান্সে একে অপরের মধ্যে ডুবে যেতে দেখা যায়। তাই এই ভিডিওটিও একইভাবে ভাইরাল।