Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অপর্যাপ্ত পুঁজির কারণে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, এত টাকা ফেরত পাবেন গ্রাহকরা

মঙ্গলবার বর্তমান আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবারে মহারাষ্ট্রের জয়প্রকাশ নারায়ণ নগরী সহকারী ব্যাংকের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাসমত নগরের এই ব্যাংকটির লাইসেন্স বাতিল করার পিছনে আরবিআই…

Avatar

মঙ্গলবার বর্তমান আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবারে মহারাষ্ট্রের জয়প্রকাশ নারায়ণ নগরী সহকারী ব্যাংকের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাসমত নগরের এই ব্যাংকটির লাইসেন্স বাতিল করার পিছনে আরবিআই জানিয়েছে তার আর্থিক অবস্থা খুব খারাপ এবং সেই কারণে এই ব্যাংকের কার্যপ্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের পর ব্যাংকের ব্যাংকিং ব্যবসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তারা আমানতকারীদের কোনরকম অর্থ প্রদান করতে পারবে না এই ব্যাংক। এর মধ্যেই আমানত গ্রহণ এবং পরিশোধ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে।

বিবৃতি দিয়ে আর বি আই বলেছে, সমবায় কমিশনার এবং সমবায় সমিতির নিবন্ধক মহারাষ্ট্রকে এই ব্যাংক বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি এই ব্যাংক লিকুইডেট করার একটি আদেশ জারি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। একটি কোঅপারেটিভ ব্যাংকের লিকুইডেশনের পরে এর প্রত্যেক আমানতকারী ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমা দাবি করতে পারেন। রিজার্ভ ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্যাংকের জমা দেওয়া তথ্য অনুসারে ৯৯.৭৮ শতাংশ আমানতকারী DICGC থেকে তাদের আমানতের সম্পূর্ণ পরিমাণ পেয়ে যেতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরবিআই জানিয়েছে, জয়প্রকাশ নারায়ণ নাগরী সমবায় ব্যাংকের পর্যাপ্ত পুঁজি এবং উপার্জনের কোনো সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ব্যাংক তার আমানতকারীদের সম্পূর্ণ অর্থ প্রদান করতে সক্ষম হবে না। সেই কারণেই এই মুহূর্তে এই ব্যাংক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৬ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এই ব্যাংকের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যাংকের ব্যবসা চালু থাকলে তা সকলের জন্যই বেশ ক্ষতিকারক হবে। সেই কারণেই এই ব্যাংককে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।

About Author