Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিশুটির মাথায় জ্যান্ত প্রজাপতির হেয়ার ব্যান্ড, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি : মেয়েরা মাথায় কতই না সুন্দর করে সেজে গুজে হেয়ার ব্যান্ড পরে। জামার সঙ্গে ম্যাচ করে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড। কিন্তু এখানে বাচ্চাটি মাথায় চুল নেই। সুন্দর চকচকে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : মেয়েরা মাথায় কতই না সুন্দর করে সেজে গুজে হেয়ার ব্যান্ড পরে। জামার সঙ্গে ম্যাচ করে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড। কিন্তু এখানে বাচ্চাটি মাথায় চুল নেই। সুন্দর চকচকে ন্যাড়া মাথায় পরেছে জ্যান্ত প্রজাপতির হেয়ার ব্যান্ড।আসলে হেয়ার ব্যান্ড টি তাকে পরতে হয়নি,প্রজাপতি এসে বসেছে মিস্টি মেয়ের মাথায়। মাথার উপরে বসে সে তার নীল রংয়ের পাখা মেলছে আর বন্ধ করছে।বাচ্চা টি বুঝে উঠতে পারছেনা কি হতে চলেছে, কিন্তু মুখে হাসি ফুটে উঠেছে। ফোকলা মুখে এমন হাসি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে।
About Author