Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেলের নজরে মানুষের সুরক্ষা,বড় সিদ্ধান্তের পথে হাঁটল পূর্ব রেল

যাত্রীদের সুরক্ষার কথা ভাবনাচিন্তা করে ভারতীয় রেলের তরফে প্রতিনিয়ত কিছু না কিছু করা হচ্ছে। ভারতীয় রেলের জোনাল রেলওয়ে তাদের অধীনে ট্র্যাকগুলিকে আরও সুরক্ষা এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত করার জন্য…

Avatar

যাত্রীদের সুরক্ষার কথা ভাবনাচিন্তা করে ভারতীয় রেলের তরফে প্রতিনিয়ত কিছু না কিছু করা হচ্ছে।
ভারতীয় রেলের জোনাল রেলওয়ে তাদের অধীনে ট্র্যাকগুলিকে আরও সুরক্ষা এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত করার জন্য কাজ করছে। রেল স্টেশনে যাত্রীদের বিনামূল্যে WiFi দেওয়ার পাশাপাশি স্টেশনগুলোকে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের আধুনিক সেমিনেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

এর পাশাপাশি, লেভেল ক্রসিং গেটগুলি বৈদ্যুতিক চালিত উত্তোলন বাধা দিয়ে সজ্জিত করা হচ্ছে, যা সুরক্ষার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভারতীয় রেলের তরফে লেভেল ক্রসিং সিস্টেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যদিও লেভেল ক্রসিং ব্যাপারটিকে নিয়ে অনেকের নানারকম অভিযোগ থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনিও নিশ্চিয়ই জীবনে কখনো না কখনো চলার ক্ষেত্রে এই লেভেল ক্রসিং দেখে থাকবেন নিশ্চয়ই। এগুলি মানুষ ও ট্রেনের মধ্যেকার বড়সড় কোনো দুর্ঘটনা রুখতে বড় ভূমিকা লালন করার থাকে। কিন্তু অনেক সময় এই অভিযোগও ওঠে লেভেল ক্রসিং ঠিকঠাক কাজ করে না। তৈরি হয় তীব্র যানজটেরও।
এই রেলগেট বন্ধ বা চালু হতে সময় লাগায় যাত্রীরাও বড়সড় সমস্যার মধ্যে । পাশাপাশি এই ভাবে রেলগেট পারাপার হওয়ায় ঝুঁকি মাত্রাও বেড়ে যায়। অনেকের মাথাতেও লেগে যায় বলে অভিযোগ।

রেলের নজরে মানুষের সুরক্ষা,বড় সিদ্ধান্তের পথে হাঁটল পূর্ব রেল

তবে এবার সকলের এই অভিযোগের অন্ত ঘটাতে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে পূর্ব রেল। রেল সূত্রে খবর, এবার সকলের হয়রানি কমাতে পূর্ব রেলের তরফে রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি করা হচ্ছে। জনবহুল এলাকাগুলিতে রেলওয়ের তরফে এই রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি করা হচ্ছে। রেলওয়ে লেভেল ক্রসিং গেট প্রতিস্থাপন করে রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি করা যায় অনেক দ্রুততার সঙ্গে।

About Author