Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

FasTag চলবে না, এবার এভাবে কাটবে টোল ট্যাক্স, জেনে নিন এই নয়া নিয়ম

ভারতের বুকে বিভিন্ন হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য সাধারণ মানুষকে সরকারকে টোল দিতে হয়। আগে কারেন্সি নোটের মাধ্যমে এই টোল নেওয়া হত। তারপর এই সিস্টেমকে দ্রুত করার জন্য আনা হয়…

Avatar

ভারতের বুকে বিভিন্ন হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য সাধারণ মানুষকে সরকারকে টোল দিতে হয়। আগে কারেন্সি নোটের মাধ্যমে এই টোল নেওয়া হত। তারপর এই সিস্টেমকে দ্রুত করার জন্য আনা হয় ফাস্ট্যাগ সিস্টেম। তবে এবার ২০২৪ সালে এসেছে আরও দ্রুত এক উপায়। দ্রুত টোল আদায়ের জন্য ফাস্ট্যাগ ব্যবস্থা চালু করলেও, কেন্দ্র সরকার এবার গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) প্রযুক্তি ব্যবহার করে টোল আদায়ের পরিকল্পনা করছে। এই প্রযুক্তি দুবাই বা আমেরিকার মত দেশে ব্যবহার করা হয়।

সম্প্রতি মহাসড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, মহীশূর-বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ে-তে ১০ টি লেনে এই পাইলট প্রকল্প শুরু হবে। জিএনএসএস টেকনোলজি ব্যারিয়ার-মুক্ত টোল ব্যবস্থা প্রদান করবে। এটি জিপিএস ব্যবহার করে গাড়ির রেজিস্ট্রেশন প্লেট-এর ছবি তোলা হবে।হাইওয়েতে গাড়ি যে দূরত্ব অতিক্রম করবে তার উপর ভিত্তি করে টোল নির্ধারণ করা হবে। এতে টোল প্লাজায় থামার প্রয়োজন হবে না। আগে ফাস্ট্যাগ ব্যবহারের সময় গাড়ি নিয়ে টোল প্লাজায় থামতে হত। এখন এবার সেই অল্প সময়ের জন্যও আর দাঁড়াতে হবে না। ফলে এই ব্যবস্থা আরও দ্রুত কাজ করবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই GNSS চালু করা হলে টোল প্লাজায় যানজট কম হবে। এছাড়া হাইওয়েতে যানবাহন চলাচল দ্রুততর হবে। আর টোল প্লাজা তৈরি করার খরচ কম হবে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান ফাস্ট্যাগ ব্যবস্থা ২০১৬ সালে চালু করা হয়েছিল এবং ২০২১ সালে তা সকল যানবাহনের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। জিএনএসএস টেকনোলজি ফাস্ট্যাগ-এর চেয়ে আরও উন্নত এবং দ্রুত বলে মনে করা হয়। এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সকল হাইওয়েতে এটি প্রসারিত করা হবে।

About Author
news-solid আরও পড়ুন