বর্তমানে মানুষ বিনোদন ছাড়া এক পাও চলতে পারেন না। প্রত্যেকদিনের কর্মব্যস্ততার মাঝে মানুষ হাঁফ ছেড়ে বাঁচার কিছু মাধ্যম খোঁজেন যার মধ্যে অন্যতম একটি বড় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হল বিনোদন।
কোভিড মহামারির সময় থেকেই মানুষকে যেন চারিদিক থেকে আষ্টে স্পৃষ্টে জড়িয়ে নিয়েছে। মহামারি সকলকে বাড়ির ভিতরে থাকতে এবং বিঞ্জ-ওয়াচ জিনিসপত্র দেখতে বাধ্য করে। টিভির পাশাপাশি এই কোভিডের সময় একটা জিনিসের রমরমা চোখে পড়ার মতো ছিল। আর সেটি হল ওটিটি প্ল্যাটফর্মগুলির রমরমা। এখন যত সময় এগোচ্ছে ততই OTT-র রমারমা বাড়ছে। এই ওটিটি যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে যেমন মেইন স্ট্রিমের শো সম্প্রচার হচ্ছে আবার তেমনই একদিকে একটু বোল্ড শো-এরও দেখা মিলছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে, আপনি যদি ওটিটি প্ল্যাটফর্মগুলিতে স্ট্রিমিং শো এবং সিনেমাগুলি দেখে বিরক্ত হয়ে গিয়ে থাকেন তবে ইউটিউবে কিছু শর্ট ফিল্ম দেখার সময় এসে গিয়েছে। আপনিও কি একটু অল্প সময়ের মধ্যে বোল্ড দৃশ্যযুক্ত শর্ট ফিল্ম দেখতে চান? তাহলে আপনাকে যেতে হবে ইউটিউবে।
আপনিও যদি একটু বোল্ড দৃশ্য যুক্ত কিছু দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনিও দেখে নিতে পারেন Dance Teacher শর্ট ফিল্মটি। আপনি জানলে আকাশ থেকে পড়বেন, মাত্র এক বছরের মধ্যেই ৮৬ লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই হিন্দি শর্ট ফিল্মটি তে। আসলে এটি দর্শকরা বেশ পছন্দ করছেন। কার্যত প্রায় প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে ভিউ বাড়ছে এই আর্ট ফিল্ম বা শর্ট ফিল্মে।