আজকালকার দিনে প্যান কার্ড এবং আধার কার্ড ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো ডকুমেন্ট হয়ে উঠেছে। আধার কার্ড এবং প্যান কার্ড যদি একে অপরের সাথে লিংক না থাকে তাহলে এখন কিন্তু কোনটাই কাজ করে না। যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে নিতে হবে কারণ সরকারের তরফ থেকে এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে। কিন্তু যারা এনআরআই রয়েছেন তারা কি করবেন, তারা কি প্যান কার্ড ব্যবহার করতে পারবেন? এবারে তাদের জন্যই চলে এলো একটা বিশাল বড় আপডেটআজকালকার দিনে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ। আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কেউ যদি এটা না করে থাকেন তাহলে তাকে একটা বড় টাকা জরিমানা দিতে হবে। কিন্তু এনআরআই ব্যক্তির যদি তিন বছরে আয়কর রিটার্ন না দাখিল করেন এবং নিজের আবাসিক অবস্থা না আপডেট করেন নিজের আধার কার্ড এবং প্যান কার্ডে, তাহলে কি হবে? তিনি কি স্বাভাবিকভাবে নিজের জীবন যাপন করতে পারবেন নাকি তার প্যান কার্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে তার ব্যাংক একাউন্টে সমস্যা হবে? চলুন তাহলে আজকে সেটাই জেনে নেওয়া যাকআয়কর দপ্তরের তরফ থেকে চলে এলো একটা বিরাট বড় নোটিশ। যদি আপনারা গত তিন বছরে আই টি আর ফাইল করে থাকেন তাহলে আপনাদেরকে নতুন নির্দেশিকা দিয়েছে ভারতের আয়কর দপ্তর। জানানো হয়েছে তাদের আবাসিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট মূল্যায়ন কর্মকর্তাকে অবহিত করতে হবে ওই ব্যক্তিদের। আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গত তিন বছরে যে সমস্ত এনারাই মানুষরা এখনও পর্যন্ত তাদের আবাসিক অবস্থা আপডেট করেননি, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনটি মূল্যায়ন বছরে তারা যদি রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু প্যান কার্ড অকার্যকর হয়ে পড়বে। টুইটারে আয়কর দপ্তরের নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট মূল্যায়ন কর্মকর্তার কাছে প্রাসঙ্গিক-নথি জমা দেওয়ার পরে প্যান সম্পর্কিত সমস্ত আপডেট পেয়ে যাবেন ওই অনাবাসিক ভারতীয়রা। তারপরে তারা প্যান কার্ড আপডেট করতে পারবেন।