Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LPG Cylinder Price: আরও ২০০ টাকা কমবে এলপিজি সিলিন্ডারের দাম, কলকাতায় রান্নার গ্যাসের দাম কত হবে?

লোকসভা ভোটের আগে আরো ২০০ টাকা কমতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এবারে এরকমই একটি বক্তব্য জারি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবী করেছেন লোকসভা…

Avatar

লোকসভা ভোটের আগে আরো ২০০ টাকা কমতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এবারে এরকমই একটি বক্তব্য জারি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবী করেছেন লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হবে। কিন্তু আবার ভোট হয়ে যাওয়ার পরেই বাড়িয়ে দেওয়া হবে রান্নার গ্যাসের দাম। তিনি বলেছেন, ‘ গ্যাসের দাম কত বেড়েছিল? প্রায় ১১০০ টাকা ছিল গ্যাসের দাম। সেখান থেকে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। তারপরে যেই ইলেকশন হয়ে যাবে অমনি আবার ৮০০ টাকা বাড়িয়ে দেবে রান্নার গ্যাসের দাম। গ্যাস কিন্তু গ্যাস বেলুন হয়ে যাবে। এখন আর কেউ উনুনে রান্না করেন না। কেরোসিনও ব্যবহার করতে পারবেন না কারণ কেরোসিনের দাম বেড়ে গেছে। তাই আপনাদের আবার ঘুটে কাঠকয়লা কিনতে হবে। সেই দিয়েই রান্না করতে হবে ‘

মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি রেখেছেন কেন্দ্রীয় সরকারের গ্যাসের দামের পলিসির কারণেই। এমনিতেই গত ৩০ আগস্ট থেকে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে কলকাতার বাজারে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১১০০ টাকা থেকে নেমে হয়েছিল ৯০০ টাকা। তারপর থেকে আর পরিবর্তন করা হয়নি রান্নার গ্যাসের দাম। সেই আগস্ট মাস থেকে একইভাবে রান্নার গ্যাসের দাম রয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ভারতের অন্যান্য শহরেও একই রকম। মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম পড়েছে ৯০৩ টাকা। কলকাতায় একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৯ টাকায়। চেন্নাইতে এই সিলিন্ডারের দাম পড়ছে ৯১৮ টাকা ৫০ পয়সা এবং মুম্বাইতে দাম পড়ছে ৯০২ টাকা ৫০ পয়সা। আগস্ট থেকে ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভর্তুকিহীন ১৯ কেজি সিলিন্ডারের দাম যদিও পরিবর্তন করা হয়েছে। এই মুহূর্তে এই সিলিন্ডারের দাম কলকাতায় রয়েছে ১৮৮৭ টাকা।

About Author