Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘গো ব্যাক’ স্লোগান, বুলবুল ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে নিয়ে বিক্ষোভের সম্মুখীন বাবুল সুপ্রিয়

গত শনিবার মাঝরাতে রাজ্যের দুই ২৪ পরগনার ওপর আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুলের যার জেরে ৫ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এই ঘূর্ণিঝড়…

Avatar

গত শনিবার মাঝরাতে রাজ্যের দুই ২৪ পরগনার ওপর আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুলের যার জেরে ৫ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এই ঘূর্ণিঝড় নিয়ে বেশ চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আজ বুধবার বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে পাঠান। এ ব্যাপারে বাবুল সুপ্রিয় বলেন এটি কোনো রাজনৈতিক সফর নয় বরং এটি সরকারি সফর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ বুধবার, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে বিক্ষোভের সম্মুখীন হতে হয় তাকে। নামখানা থেকে ফ্লেজারগঞ্জ যাওয়ার সময় তার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃনমূল কর্মীরা। তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয়। এবং বারবার স্লোগাল দেওয়া হয় গো ব্যাক। তবুও কোনোরকম বিক্ষোভ এড়িয়ে সামনে যান তিনি।

আজ নির্ধারিত সময়ে নামখানা পৌছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ফ্লেজারগঞ্জ যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। অভিযোগ, মূলত তৃনমূল কর্মীরাই বাবুল কে বাধা দেয়, তাকে গো ব্যাক বলে স্লোগান দেয় এবং কালো পতাকা দেখায়।

About Author