আজকালকার দিনে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের উপরে সুদের হার অনেকটাই কমে গিয়েছে বিভিন্ন ব্যাংকে। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর উপরে এখন খুব বেশি হলে ২,৫ থেকে ৩ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। কিছু কিছু বেসরকারি ব্যাঙ্কে ৪ শতাংশ পর্যন্ত সুদ দিলেও, সেটা খুব একটা সংখ্যায় বেশি নয়। আর সেই সমস্ত ব্যাংকে টাকা রাখাকে খুব একটা নিরাপদ মনে করেন না অনেকে। এছাড়াও যেকোনো ব্যাংক একাউন্টে টাকা রাখতে হয় একটা নির্দিষ্ট এবং নিয়মিত ভাবে, আর এই টাকা রাখা না হলে ব্যাংক জরিমানা গ্রহণ করে। এই কারণে অনেকেই বেশি সেভিংস ব্যাংক একাউন্ট খুলতে চান না। পরিবর্তে অনেকেই ফিক্স ডিপোজিট করেন বেশি সুদের আশায়। কিন্তু, ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাংক আরবিএল ব্যাংক সম্প্রতি তাদের একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট পলিসি নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুললে ৭.৫ শতাংশ করে সুদ পেয়ে যাবেন। পাশাপাশি আপনাকে কোনরকম নূন্যতম একাউন্ট ব্যালেন্স বজায় রাখতে হবে না। তাহলে চলুন এরকমই একটি বিশেষ ফিক্স ডিপোজিট অ্যাকাউন্টের ব্যাপারে জেনে নেওয়া যাক।
আরবিএল ব্যাংকের এই বিশেষ অ্যাকাউন্টের নাম হলো আরবিএল গো একাউন্ট। আরবিএল ব্যাংকের এই জিরো ব্যালান্স অ্যাকাউন্টে আপনি গো ক্রেডিট কার্ড, বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট এবং সহজে নগদ তোলার সুবিধা সহ ৭.৫ শতাংশ করে সুদ পেয়ে যাচ্ছেন। এছাড়াও GO একাউন্টে ডেবিট কার্ডের সাথে গো অ্যাকাউন্টে যোগদানের প্রথম বছরে আপনারা আট ধরনের বীমা কভার এবং ১ লক্ষ টাকা পর্যন্ত সাইবার বীমা কভার পাচ্ছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরবিএল ব্যাংকের এই জিরো ব্যালেন্স একাউন্ট আদতে একটি সাবস্ক্রিপশন একাউন্ট। যদি আপনাকে এই অ্যাকাউন্টের সুবিধা পেতে হয় তাহলে আপনাকে বাৎসরিক চার্জ দিতে হবে। প্রথম বছরের সাবস্ক্রিপশন ফি হলো ১৯৯৯ টাকা, এখানে পরে আপনাকে বার্ষিক ফি ৫০০ টাকা করে দিতে হবে। এছাড়াও আপনি জিএসটিতে ছাড় পাবেন এই একাউন্টে। এই ডেবিট কার্ডের মাধ্যমে বছরে ১ লক্ষ টাকার বেশি খরচ যদি আপনি করেন, তাহলে এই বার্ষিক ফি মুকুব করে দেবে এই ব্যাংক। আর সবথেকে বড় কথা বাড়িতে বসে অনলাইনে আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। ফলে, সব মিলিয়ে আপনার জন্য এটা একটা দারুণ সুযোগ হতে চলেছে।