Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৯ বছর পর ‘নো-কিসিং-পলিসি’ ভঙ্গ করে অ্যালির ঠোঁটে ঠোঁট কাজলের, ইন্টারনেটে ঝড় তুলেছেন

2023 সালে ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর মাধ্যমে ওটিটিতেও কাজল (Kajol) নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এই ওয়েব সিরিজ রীতিমত ঝড় সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। ওয়েব সিরিজে একই…

Avatar

2023 সালে ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর মাধ্যমে ওটিটিতেও কাজল (Kajol) নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এই ওয়েব সিরিজ রীতিমত ঝড় সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। ওয়েব সিরিজে একই সাথে গৃহবধূ ও আইনজীবীর চরিত্রে অভিনয় করে কাজল নজর কেড়ে নিয়েছেন। কিন্তু ‘দ্য ট্রায়াল’-এর মাধ্যমে দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভেঙেছিলেন কাজল। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন কাজলের সহ-অভিনেতা আলি খান (Aly Khan)। ‘দ্য ট্রায়াল’ বহু বছর পর চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন কাজল এবং তাও আলির সাথে।

আলি জানতেন না, কাজল চুম্বন দৃশ্যে বর্তমানে অভিনয় করেন না। কিন্তু চিত্রনাট্যের কারণে এই দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছিলেন নায়িকা। তবে আলি জানালেন, কাজল যথেষ্ট পেশাদার। সেটে তিনি কোনো অ্যাটিটিউড দেখাননি। মুম্বইয়ের একটি অভিজাত হোটেলে এই চুম্বন দৃশ্যটির শুটিং হয়েছিল। পরিচালক আলি ও কাজলকে জিজ্ঞাসা করেছিলেন তাঁরা ক্লোজড ডোর শুট চান কিনা! আলি চুম্বন দৃশ্য নিয়ে কাজল ও পরিচালকের সাথে আলোচনা করেছিলেন। এমনকি ফাইনাল শুটের আগে এই দৃশ্যটির মহড়া হয়েছিল অন্তত তিন-চার বার। এরপর আলি ও কাজল দুইজনেই মনিটর দেখেছিলেন। এই দৃশ্য গ্রহণের পর কাজল তাঁকে ধন্যবাদ জানান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

থাইল্যান্ডে বেড়াতে গিয়ে কাজলের সাথে তাঁর চুম্বন দৃশ্য সম্পর্কে নিজের স্ত্রীকে বলেছিলেন আলি। তিনি স্ত্রী ও মেয়েদের সাথে ওয়েব সিরিজটি দেখা শুরু করলেও চুম্বন দৃশ্যের সময় আলির মেয়েরা অন্য ঘরে চলে গিয়েছিলেন। পরে ওই দৃশ্যটি শেষ হতে ফিরে আসেন তাঁরা। আলি জানালেন, তাঁর স্ত্রী ও মেয়েদের কাছে এই দৃশ্যের সময় তিনি শুধুই একজন পেশাদার অভিনেতা। কারও পিতা বা স্বামী নন। দর্শক হিসাবে তাঁদের কাছেও এই দৃশ্যটি যথেষ্ট বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল বলে জানালেন আলি। দৃশ্যটি যথেষ্ট বাস্তবযোগ্য বলে মনে করেন আলি। সঠিক উপস্থাপনার কারণে এই দৃশ্যটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।

About Author