জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey)-র সাথে ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়ার জুটি যথেষ্ট সফল। কিন্তু নিজের ফিল্মি কেরিয়ারে বিভিন্ন সময় অন্যান্য নায়কদের সাথে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে অন্যতম খেসারিলাল যাদব (Kheshari lal Yadav)। খেসারিলাল ভোজপুরি তারকা হওয়ার পাশাপাশি সফল গায়কও। ভোজপুরি দর্শকদের একাধিক হিট ফিল্ম উপহার দিয়েছেন খেসারিলাল। এর মধ্যে অন্যতম হল ‘ডোলি সাজা কে রাখনা’। এই ফিল্মে খেসারিলালের বিপরীতে অভিনয় করেছেন আম্রপালি। ফিল্মের গান ‘পালং সাগওয়ান কে’ এখনও অবধি যথেষ্ট হিট।
গানটি গেয়েছেন খেসারিলাল ও ইন্দু সোনালি (Indu Sonali)। গানের শুরুতে দেখা যায় আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত আম্রপালি।তাঁর পরনে ফুশিয়া পিঙ্ক রঙের শাড়ি ও হলুদ ব্লাউজ। খেসারিলাল পিছন থেকে এসে তাঁর কাঁধের উপর পড়ে থাকা চুল সরিয়ে চুম্বন করেন। তাঁর পরনে রয়েছে সবুজ রঙের ফুলস্লিভ শার্ট ও ট্রাউজার। এরপরেই সবুজ মাঠে নাচতে দেখা যায় নায়ক-নায়িকাকে। গানের সুরে আম্রপালির প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটান খেসারিলাল। মাঠের উপর রাখা বিছানায় নায়িকাকে ফেলে দেন তিনি। এরপর নিজে ওই বিছানায় শুয়ে পড়েন খেসারিলাল। আম্রপালি তাঁর সাথে শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকসময় পাল্টে যায় নায়ক-নায়িকার পোশাক। খেসারিলালের পরনে দেখা যায়, নীল রঙের হুডি ও সাদা ট্রাউজার। আম্রপালি পরেছেন মাল্টিকালার শিফন শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। আম্রপালি ও খেসারিলাল ক্রমশ অন্তরঙ্গ হয়ে ওঠেন। এখনও অবধি গানের ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চৌদ্দ কোটি অতিক্রম করেছে। ফিল্মটি পরিচালনা করেছেন রজনীশ মিশ্র (Rajnish Mishra)। এই ফিল্মটি প্রযোজনা করেছেন রোশন সিং (Roshan Singh)।