Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাশ্মীরে আবার জঙ্গি হামলা, মৃত এক সন্ত্রাসবাদি

শ্রেয়া চ্যাটার্জি : বারংবার সেনা-জঙ্গি সংঘর্ষ চলতেই থাকে জম্মু-কাশ্মীর এলাকায়। মঙ্গলবার সকালেও এর অন্যথা হলো না। সেনা ও জঙ্গির পরস্পর আক্রমণে উত্তপ্ত হয়ে উঠল গোটা জম্মু-কাশ্মীর এলাকা। মূলত ঘটনাটি ঘটেছে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : বারংবার সেনা-জঙ্গি সংঘর্ষ চলতেই থাকে জম্মু-কাশ্মীর এলাকায়। মঙ্গলবার সকালেও এর অন্যথা হলো না। সেনা ও জঙ্গির পরস্পর আক্রমণে উত্তপ্ত হয়ে উঠল গোটা জম্মু-কাশ্মীর এলাকা। মূলত ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায়।

এই দিন সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী। তাদের প্রত্যুত্তরে সেনাবাহিনীও গুলি চালাতে থাকে হামলাকারীদের ওপরে। পরস্পর গুলি বর্ষণের ফলে আহত হয়েছেন এক সেনা জওয়ান, যিনি চিকিৎসাধীন। এবং মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন একজন হামলাকারী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে হামলাকারীরা যে কয়েকজন লুকিয়ে রয়েছেন তার খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছিল নিরাপত্তা মোড়কে। কিন্তু তা সত্ত্বেও আড়াল থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তবে এই সন্ত্রাসবাদীরা কোন জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিনা তা খোঁজখবর নেওয়া চলছে।

About Author