ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়া শুধুমাত্র অভিনেতা নন, তিনি একজন প্রযোজকও বটে। অনেকগুলি ভোজপুরি ফিল্ম নির্মাণ করেছেন নিরাহুয়া। তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘নিরাহুয়া এন্টারটেইনমেন্ট’। এই প্রযোজনা সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। 2020 সালের 27 শে অক্টোবর নিরাহুয়ার এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ভোজপুরি ফিল্ম ‘রাম -লখন’-এর গান ‘উড়াওলা এ রাজা’। ‘রাম-লখন’-এ নিরাহুয়ার বিপরীতে অভিনয় করেছেন আম্রপালি দুবে (Amrapali Dubey)। ফিল্মে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছেন প্রবেশ লাল যাদব (Pravesh Laal Yadav)। তাঁর বিপরীতে অভিনয় করেছেন শুভি (Shubhi)।
‘উড়াওলা এ রাজা’ গানটি ভোজপুরি বলয়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, একটি বেডরুমে রয়েছেন প্রবেশ লাল ও শুভি। অপর একটি বেডরুমে রয়েছেন নিরাহুয়া ও আম্রপালি। শুভি জড়িয়ে ধরেন প্রবেশকে। অপরদিকে আম্রপালি নিরাহুয়াকে জড়িয়ে ধরে শুইয়ে দেন বিছানায়। চার নায়ক-নায়িকার পরনেই রয়েছে রাতপোশাক। প্রবেশের সাথে ঘনিষ্ঠ হয়ে নিজের ভালোবাসা ব্যক্ত করেন শুভি। অপরদিকে আম্রপালিকে জড়িয়ে ধরে আদর করেন নিরাহুয়া।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকসময় পরিবর্তন হয় প্রেক্ষাপট। পাশাপাশি পরিবর্তিত হয় নায়ক-নায়িকাদের পোশাক। আম্রপালির পরনে দেখা যায় নীল-হলুদ রঙের শাড়ি। নিরাহুয়া পরেন নীল-হলুদ শার্ট ও সাদা ট্রাউজার। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নাচতে থাকেন তাঁরা। অপরদিকে শুভির পরনে দেখা যায় কমলা রঙের শিফন শাড়ি। প্রবেশ পরেন কমলা রঙের টি-শার্ট ও কালো ট্রাউজার। দুই নায়ক-নায়িকা জুটি রাতের অপেক্ষা করতে থাকেন। একসময় চার নায়ক-নায়িকা একসাথে নাচতে থাকেন। এই গানটি এখনও অবধি সাড়ে উনিশ লক্ষ ভিউ অতিক্রম করেছে।