Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক ক্লিকেই অপ্রয়োজনীয় ইমেইল থেকে রেহাই পাবেন, গুগল নিয়ে এসেছে এই নতুন সুবিধা

আপনার ইনবক্সে যদি হাজার হাজার অকেজো ইমেইল ভরা থাকে তাহলে আর বেশি চিন্তা করবেন না। অপ্রয়োজনীয় ইমেইল থেকে মুক্তি পাওয়ার এখন সহজ উপায় খুঁজে পেয়েছে গুগলের ইমেইল অ্যাপ্লিকেশন gmail। জিমেইলের…

Avatar

আপনার ইনবক্সে যদি হাজার হাজার অকেজো ইমেইল ভরা থাকে তাহলে আর বেশি চিন্তা করবেন না। অপ্রয়োজনীয় ইমেইল থেকে মুক্তি পাওয়ার এখন সহজ উপায় খুঁজে পেয়েছে গুগলের ইমেইল অ্যাপ্লিকেশন gmail। জিমেইলের মোবাইল এবং ওয়েভ উভয় সংস্করণে এখন আপনি ইমেইল থেকে সদস্যতা ত্যাগ করতে পারবেন এবং সমস্ত ইমেইলে স্প্যাম রিপোর্ট করতে পারবেন। এখন থেকে আপনি এই সমস্ত ইমেইল আনসাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি যে ইমেইল আপনার একেবারেই কোন কাজের নয় এবং সম্পূর্ণভাবে ভুয়ো ইমেইল, সেগুলিকে চিহ্নিত করে স্প্যাম রিপোর্ট করতে পারেন।

গুগল ওয়ার্কস্পেস এই আপডেটের তথ্য দিয়ে বলেছে, ” আমরা জানি অবাঞ্ছিত ইমেইল গুলি পরিচালনা করা অনেক ব্যবহারকারীর জন্য একটা কঠিন কাজ। সেই কারণেই আমরা ব্যবহারকারীদের নিরাপদ থাকতে সাহায্য করতে বিগত কয়েক মাস ধরে সময় ব্যয় করেছি।” ইতিমধ্যেই একটি ঘোষণা পাঠানো হয়েছে ইমেইল প্রেরক দের কাছে। এখন থেকে আমরা জিমেইল মোবাইল এবং ওয়েব সার্ভারে এই ধরনের অবাঞ্ছিত ইমেইল থেকে সদস্যতা ত্যাগ করার জন্য নতুন উপায় অবলম্বন করেছি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোম্পানি জানিয়েছে, আপনি যদি কোন ইমেইল প্রেরকের কাছ থেকে কোন ইমেইল পেতে না চান, তাহলে তার যেকোনো মেইলের একদম শেষে আনসাবস্ক্রাইব বলে একটি বোতাম আপনি পেয়ে যাবেন। সেই বাটন একবার ট্যাপ করার পরেই সেই বার্তা প্রেরকের কাছে একটি অনুরোধ পৌঁছে যাবে। ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে এই ধরনের বাটন থ্রি ডট মেনুতে দেওয়া হবে। কাজটি আপনি একটা ক্লিকেই করতে পারবেন। আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে না এর জন্য।

About Author