Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Airtel 5G: বিনামূল্যে পাওয়া যাবে ৫জি পরিষেবা, বড় খবর Airtel গ্রাহকদের জন্য

ভারতে বর্তমানে 5G যুদ্ধ একেবারে জোরকদমে চলছে। ভারতের সবথেকে বড় দুটি টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল তাদের 5G পরিষেবা নিয়ে ভারতের গ্রাহকদের কাছে হাজির হয়েছে। আগে এমন…

Avatar

ভারতে বর্তমানে 5G যুদ্ধ একেবারে জোরকদমে চলছে। ভারতের সবথেকে বড় দুটি টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল তাদের 5G পরিষেবা নিয়ে ভারতের গ্রাহকদের কাছে হাজির হয়েছে। আগে এমন খবর ছিল যে, ২০২৪ এর দ্বিতীয়ার্ধে এয়ারটেল আনলিমিটেড 5G ডেটা অফার বন্ধ করে দেবে। তবে, মনে হচ্ছে, তা আর ঘটবে না। তার বদলে এই টেলিকম সংস্থাটি সাধারণ ট্যারিফ বৃদ্ধির দিকে নজর দিচ্ছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, এয়ারটেল আপাতত 5G এর জন্য আলাদা খরচ নেবে না, গ্রাহকদের সাধারণ ট্যারিফ বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে বলেই জানাচ্ছে এই সংস্থাটি। 5G পরিষেবার এখনও পর্যন্ত খুব বেশি ব্যবহার না থাকায় এই সিদ্ধান্তই বেশি যুক্তিযুক্ত। অর্থাৎ, বলতে গেলে যারা এখনও 4G ইন্টারনেট ব্যবহার করেন বা যাদের স্মার্টফোন এখনো 4G সাপোর্ট করে, তাদেরকেই বেশি টাকা খরচ করতে হবে।

Airtel-এর গড় গ্রাহক আয় (ARPU) FY24 এর দ্বিতীয় কোয়ার্টারের শেষে ছিল ২০৩ টাকা। টেলিকম সংস্থার স্বল্পমেয়াদী ARPU লক্ষ্যমাত্রা ২০০ টাকা এবং মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রা ৩০০ টাকা। কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণ করতে অনেকটা সময় লাগবে Airtel সংস্থাটির। মিত্তাল জানিয়েছেন, আদর্শ ARPU হল ৩০০ টাকা এবং তিনি আশা করেননি যে ২০০ টাকার গণ্ডি পৌঁছতে এতো সময় লাগবে। শেষবার ২০২১ সালের শেষের দিকে টেলিকম সংস্থাগুলি ট্যারিফ বাড়িয়েছিল। যদিও সাম্প্রতিক কালে ৯৯ টাকার প্ল্যান বন্ধ এবং ১৫৫ টাকার প্ল্যানকে বেস ট্যারিফ হিসাবে চালু করার মতো কিছু পরিবর্তন করা হয়েছে। তবুও টেলিকম সংস্থাটির ২৫০ টাকার গণ্ডিতে পৌঁছানোর জন্য এটি যথেষ্ট নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিত্তালের মতে, Airtel-এর ARPU ২৫০-৩০০ টাকায় পৌঁছানো দেশের ডিজিটাল স্বপ্নের পক্ষে একটি ভালো লক্ষণ। তিনি ইকোনমিকস টাইমকে একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি বলব, আমরা যত দ্রুত ২৫০ থেকে ৩০০ টাকা এর ARPU-তে পৌঁছব, এটি দেশের ডিজিটাল স্বপ্নের পক্ষে ততই ভালো হবে। গ্রাহকদেরও বুঝতে হবে যে, বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে তারা অল্প দামে উচ্চমানের পরিষেবা পাচ্ছেন এই ভারতে। তাই যাতে এই সংস্থাগুলো চলতে পারে, তার জন্য তাদেরকেও অল্প কিছু টাকা বেশি দিতে হবে।”একটা বিষয় নিশ্চিত যে, বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রথমবার ট্যারিফ বাড়াতে চলেছে Airtel। প্রতিযোগীরা যদি তাদের অনুসরণ করে, তাহলে এয়ারটেলের জন্য ভালো, কিন্তু প্রতিযোগীরা যদি অনুসরণ না করে, তাহলে এয়ারটেল আবারও পুরনো ট্যারিফ ফিরিয়ে আনতে পারে।

About Author