Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখোমুখি দুটি ট্রেনের ধাক্কা, মৃত ১৫

বাংলাদেশ : মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশের বাহ্মনবেড়িয়া জেলার কসবা থানায় দুই যাত্রীবাহী ট্রেনে মুখোমুখি সংঘর্ষের হয়, যার ফলে নিহত হয়েছে ১৫ জন। ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ভোর তিনটা নাগাদ…

Avatar

বাংলাদেশ : মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশের বাহ্মনবেড়িয়া জেলার কসবা থানায় দুই যাত্রীবাহী ট্রেনে মুখোমুখি সংঘর্ষের হয়, যার ফলে নিহত হয়েছে ১৫ জন। ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার ভোর তিনটা নাগাদ ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ এলাকায় দূর্ঘটনাটি ঘটে। সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ লুপ লাইন দিয়ে মন্দবাগ স্টশনে এসেছিল। ওই একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘তুর্ণা নিশীথা এক্সপ্রেস’ যার মন্দবাগ স্টেশনের মূললাইনে দাঁড়ানোর কথা ছিল। তবে তুর্ণা এক্সপ্রেস স্টেশনে না দাঁড়িয়ে নিজ গতিতে চলতে থাকে। উদয়ন এক্সপ্রেস লুপ লাইনে ঢোকার সময় দুটি ট্রেনের ধাক্কা লাগে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনের দিক থেকে ৭, ৮ এবং ৯ নম্বর বগি তুর্ণা এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় বিপর্যস্ত হয়ে যায়। দূর্ঘটনার পর ভোর ৬ টা নাগাদ উদয়ন এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত তিনটি কোচ ও পিছনের তিনটি কোচ ফেলে রেখে সিলেটের উদ্দেশে রওনা দেয়। জানা গিয়েছে, দূর্ঘটনার ফলে তুর্ণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা ও পুলিশ সুপার মহম্মদ আনিসুর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে আনেকেরই অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কারন জানার কাজে লেগে পড়েছে রেল বিভাগ।

About Author