Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সানিয়া মির্জার সঙ্গে সম্পর্কে ভাঙন, পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক

2023 সাল থেকে প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)-র সাথে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)-এর বিবাহ বিচ্ছেদের জল্পনা শোনা যাচ্ছিল। তবে শোয়েব বা সানিয়া কেউই এই বিষয়ে মুখ…

Avatar

2023 সাল থেকে প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)-র সাথে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)-এর বিবাহ বিচ্ছেদের জল্পনা শোনা যাচ্ছিল। তবে শোয়েব বা সানিয়া কেউই এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু সকলকে চমকে দিয়ে 20 শে জানুয়ারি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ল শোয়েবের সাথে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ (Sana Javed)-এর ছবি। শোয়েবকে বিয়ের পর সানা ইন্সটাগ্রামে তাঁর নাম পরিবর্তন করে লিখেছেন সানা শোয়েব মালিক। সৌদি আরবের জেদ্দায় সানার জন্ম হয়েছিল। একের পর এক পাকিস্তানি টেলিভিশন সিরিয়াল ও টেলিফিল্মে অভিনয় করে সানা হয়ে উঠেছেন যথেষ্ট জনপ্রিয়।

2023 সালের মার্চ মাসে সানাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শোয়েব। এরপর থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা শুরু হয়। সম্প্রতি সানিয়ার অদ্ভুত সোশ্যাল মিডিয়া পোস্ট তাঁদের সম্পর্ক নিয়ে তুলে দেয় প্রশ্ন। সানিয়া লিখেছিলেন, বিয়ে ও বিবাহ বিচ্ছেদ যথেষ্ট কঠিন। 2010 সালে একপ্রকার পরিবারের বিরোধিতা শোয়েবকে বিয়ে করেছিলেন সানিয়া। এরপর থেকে দুবাইয়ে থাকতেন তাঁরা। শোয়েবের সাথে সানিয়ার সম্পর্কের রসায়ন সকলকে মুগ্ধ করেছিল। যথেষ্ট সুখী দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন তাঁরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে গত বছর সানার সাথে একটি কমার্শিয়াল অ্যাডের শুটিংয়ের পর থেকেই শোয়েবের সাথে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় তা অস্বীকার করেছিলেন শোয়েব। শোয়েবের সাথে সানার বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই সানিয়ার পিতা ইমরান মির্জা (Imran Mirza) এটিকে ‘খুলা’ বলে সম্বোধন করেন। ‘খুলা’-র অর্থ হল যখন একজন মুসলমান নারী নিজের তরফ থেকে তাঁর বৈবাহিক সম্পর্কের ইতি ঘটান। অপরদিকে এটি সানারও দ্বিতীয় বিয়ে। এর আগে গায়ক উমর জয়সওয়াল (Umar Jaiswal)-এর সাথে তাঁর বিয়ে হয়েছিল। তবে করোনা অতিমারীর সময় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

About Author