করোনার সময় সরকারের পক্ষ থেকে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সেই ধারা বজায় রেখে সরকার এখনও জনগণকে বিনামূল্যে রেশন দিচ্ছে। আপনিও যদি রেশন পরিষেবার সুবিধা নিয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই ভালো করে পড়ে নিন। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, তাহলে এখনই একটি কাজ করতে হবে। নতুবা কিছুদিন পর থেকেই আপনি আর বিনামূল্যে রেশন পাবেন না। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই এই কাজ সেরে নিয়েছেন। ঠিক কি করতে হবে? জানতে চাইলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
আসলে ভারতে যাদের রেশন কার্ড আছে তাদের সবাইকে e-KYC করতে হবে। আপনি যদি এই কাজ না করেন তাহলে মাসে মাসে যে বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন, তা বন্ধ হয়ে যাবে। প্রাথমিকভাবে এই রেশনের e-kyc করার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০২৩। তবে রেশন কার্ডধারীরা এখন ৩১ জানুয়ারি পর্যন্ত ই-কেওয়াইসি করতে পারবেন। এটি ৩১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রত্যেকটি রাজ্য সরকার এই তারিখের মধ্যে সকলকে e-kyc করার নির্দেশ দিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানোর নির্দেশনা জারি করেছে। যাঁরা ৩১ জানুয়ারির মধ্যে ই-কেওয়াইসি করবেন না, তাঁদের নাম স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হবে। রেশন কার্ডে নিবন্ধিত প্রত্যেক ব্যক্তির জন্য ই-কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা সস্তায় রেশন পেতে পারেন। মনে করা হচ্ছে বহু মানুষের মৃত্যুর পরেও রেশন কার্ড থেকে তাদের নাম বাদ দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে, ই-কেওয়াইসি করা হচ্ছে যাতে সঠিক ডেটা সরকার এবং বিভাগের কাছে থাকে।